করুণাময় সিংহ,মালদা: গত একসপ্তাহে তিন বার! মালদায় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে চলে এল।
এবার তৃণমূলের ব্লক সভাপতিকে না জানিয়েই অনুষ্ঠানের আয়োজন করার অভিযোগ উঠল ব্লক সহ সভাপতির বিরুদ্ধে। চাঁচোল ১ নম্বর ব্লক সভাপতির অভিযোগ, তাঁকে না জানিয়েই তৃণমূলের সম্বর্ধনা সভার আয়োজন করেন ব্লক সহ সভাপতি। তৃণমূলের চাঁচোল ১ নম্বর ব্লকের সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তী জানান, ‘‘তাঁর বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ তোলেন তিনি।’’
পাল্টা ব্লক সভাপতির বিরুদ্ধে, অসহযোগিতার অভিযোগ তুলেছেন সহ সভাপতি। তৃণমূল কংগ্রেসের চাঁচোল ১ নম্বর ব্লক সহ সভাপতি দেবব্রত সিংহ বলেন, ‘‘কোন পার্টির মিটিং মিছিলে ডাকছেন না। দলের মধ্যে গ্রুপ তৈরি করছেন সভাপতি জেলা নেতৃত্বের নির্দেশের পরও মান্যতা দেয়া হচ্ছেনা সহ সভাপতি দের।’’
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। গত শুক্রবার, দলের পদ পাওয়াকে কেন্দ্র করে, মালদার হরিশ্চন্দ্রপুর থানার সামনে হাতাহাতিতে জড়ায় যুব তৃণমূলের দুই গোষ্ঠী। তার আগে, গত সোমবার, মালদার রশিদাবাদে গোষ্ঠীকোন্দলের জেরে দলের দখলে থাকা পঞ্চায়েতে তালা ঝোলা তৃণমূল কর্মীদের একাংশ। একসপ্তাহের মাথা, এবার চাঁচোলে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।
এ প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি জানিয়েছেন, ভোটের আগে গোষ্ঠীকোন্দল কিছুতেই বরদাস্ত করা হবে না। দুপক্ষকে নিয়ে বিষয়টি মিটমাট করা হবে। তার পরও, গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ঘটলে, তাঁদের বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে দল।
উল্লেখ্য, গত সপ্তাহে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে মালদার হরিশ্চন্দ্রপুর থানার সামনে উত্তেজনা ছড়ায়। দুই যুব তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। অভিযুক্তদের পাল্টা দাবি, যুব তৃণমূল কর্মীরাই হামলা চালায়। স্থানীয় সূত্রে খবর, মাসকয়েক আগে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি পদে জিয়াউর রহমান নির্বাচিত হওয়ার পর থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দেয়। যুব তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, নব নির্বাচিত সভাপতি তাঁর অনুগামী হওয়ার জন্য চাপ দিচ্ছেন। এনিয়ে বচসার জেরে যুব তৃণমূলের দুই কর্মী আক্রান্ত হন। এর জন্য দলের ব্লক সভাপতিকে দায়ী করেছেন যুব তৃণমূল সভাপতি। ব্লক সভাপতির প্রতিক্রিয়া এখনও মেলেনি। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি।