সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের বোমা বিস্ফোরণে (Bomb Explosion) রক্তাক্ত রাজ্য। এবার ঘটনা উত্তর ২৪ পরগনার হাড়োয়া (Haroa Bomb Explosion)। প্রাথমিক ভাবে খবর, বোমা বাঁধার সময়ই বিস্ফোরণে এক জনের প্রাণ যায়। জখম আরও ১। এই নিয়ে গত ২৪ দিনে ১৪ জনের প্রাণহানি রাজ্যে। পঞ্চায়েত ভোটের মুখে যা কিনা ফের নানা প্রশ্ন তুলছে। 


কী ঘটেছে?
ভোররাতে শালিপুরে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে যিনি জখম হয়েছিলেন, তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পুলিশের অনুমান, মাঠের মধ্যে বোমা বাঁধা হচ্ছিল। সেই সময়ই বিস্ফোরণ ঘটে। মারা যান ১ জন। এর আগে এর আগে ২৪ জুন, বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় দুষ্কৃতী আলিম বিশ্বাসের। এই নিয়ে পঞ্চায়েত ভোটের আগে বাংলায় ২৪ দিনে ১৪ জনের মৃত্যু হল। বিশেষত, বোমা বিস্ফোরণের ঘটনায় যেন ছেদই পড়ছে না। গত কাল যেমন মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিস্ফোরণে কেঁপে উঠেছিল কংগ্রেস কর্মীর বাড়ি। অভিঘাতে কংগ্রেস কর্মীর বাড়ির পাঁচিলের একাংশ ভেঙে পড়ে। ঘটনা ঘিরে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। স্থানীয়দের দাবি, রবিবার দুপুরে, আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর মাঠপাড়া গ্রাম।কংগ্রেস কর্মী জাহাঙ্গির শেখের বাড়িতে বোমা মজুত ছিল বলে অভিযোগ ওঠে। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির পাঁচিলের একাংশ ভেঙে পড়ে। কংগ্রেস কর্মীর পরিবারের দাবি, ওই সময় বাড়িতে কেউ ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। কংগ্রেস কর্মী পলাতক। তাঁর স্ত্রীকে আটক করে পুলিশ। তার আগে, জুনের শেষ সপ্তাহে, মুর্শিদাবাদের বেলডাঙাতেই বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল। মারা যায় এক দুষ্কৃতী, যা ঘিরে শুরু হয় কংগ্রেস তৃণমূল চাপানউতোর। এর পরের ঘটনা, মুর্শিদাবাদেরই ডোমকলে। সেবার ডোমকল পুরএলাকার মানিকনগরে বিস্ফোরণে আহত ১। বিস্ফোরণে আহত মহিলা-সহ বাড়ির সদস্যরা উধাও। বাড়িতে মজুত বোমা থেকেই বিস্ফোরণ, সন্দেহ স্থানীয়দের।


রক্তাক্ত রাজ্য...
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব জুড়ে তুমুল অশান্তির সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, ক্যানিংয়ে মুড়িমুড়কির মতো বোমা পড়ার খবর শোনা গিয়েছে। কখনও রক্তাক্ত হয়েছে কোচবিহার। সম্প্রতি, রাজ্যপালের কোচবিহার সফর চলাকালীনই ফের অশান্ত হয়ে ওঠে দিনহাটার গীতালদহ। তৃণমূলের অঞ্চল সভাপতি মাফুজার রহমানকে বেধড়ক মারধর, ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে নির্দল প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে। গুরুতর আহত তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীকে কোচবিহারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আরও ৫ জন আহত। তার পরও থামছে না হিংসার পালা।


আরও পড়ুন:'ভুয়ো ব্যালট পেপার তৈরি করা হচ্ছে', বিস্ফোরক সুকান্ত