বীরভূম: পঞ্চায়েত ভোটের ব্যালট পেপার নিয়ে ফের বিস্ফোরক দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তাঁর অভিযোগ, 'বিভিন্ন জেলায় ভুয়ো ব্যালট পেপার তৈরি করা হচ্ছে।'


শুধু তাই নয়, ভোট লুঠের আশঙ্কাও করেছেন সুকান্ত মজুমদার। তাঁর দাবি, 'পুলিশের পোশাক পরিয়ে সিভিক ভলান্টিয়ারকে ভোট লুঠের কাজে ব্যবহার করা হচ্ছে।' এই অভিযোগ নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত। বীরভূমের মহম্মদবাজারের সভায় বিস্ফোরক দাবি বিজেপির রাজ্য সভাপতির। এদিন পুলিশকে নিশানা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ময়ূরেশ্বরের সভা থেকে  তিনি বলেন, 'বিজেপি কর্মীরা পতাকা লাগাতে গেলে ওসি বলছেন গুলি চালিয়ে দেব। বিজেপির কোনও কার্যকর্তাকে গুলি করে দেখুক, হাইকোর্টে গিয়ে উর্দি খুলিয়ে দেব।' 


তৃণমূলের তোপ:
পাল্টা তোপ দেগেছে তৃণমূলও। মন্ত্রী এবং তৃণমূল নেতা অরূপ বিশ্বাস বলেন, 'গণতন্ত্রে বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা-উত্তরপ্রদেশে প্রায় ৯২ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে বিজেপি। কর্মী নেই, প্রার্থী নেই, তাঁরা এসব কথা বলেন, দম থাকলে লড়ে নিন।'


এর আগে একই অভিযোগ তুলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দোরগড়ায় তিনি বলেছিলেন, 'নকল ব্যালট পেপার ছাপানো হচ্ছে। সেই ব্যালট পেপার স্ট্রং রুমে যাওয়ার পথে বদলে দেওয়া হবে। বাংলায় এক সাংঘাতিক কারচুপির খেলা খেলতে চাইছে তৃণমূল।'


তিনি বলেছিলেন, 'ব্যালট পেপার জোড়া ছাপা হচ্ছে। সেই ব্যালট বুথ থেকে স্ট্রংরুমে যাওয়ার পথে, পরিবর্তিত হবে। ব্যালট পেপার যারা ছাপায়, যাদের কাছে কম্পিউটারের চাবি থাকে, সেই চাবি পুলিশ চাইছে। সেই চাবি দিতে অস্বীকার করাতে পুরুলিয়ায় তিন তিনটে অফিসারকে  তাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলায় এক ভয়ঙ্কর কারচুপির খেলা খেলছে। যেখানে মানুষের ভোটকে পরিবর্তন করে, যেখানে মানুষের ভোটকে পরিবর্তন করে তাঁদের জয়কে নিশ্চিত করতে চাইছে। তাই স্বাভাবিকভাবে বাংলায় আগামীদিনে নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য তৃণমূলের নেত্রীর নির্দেশে, এই বাংলার  প্রশাসন পুলিশ সকলেই ময়দানে নেমে পড়েছে।' সেই অভিযোগ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল তৃণমূল। কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করার অভিযোগ করেছিল রাজ্যের শাসক দল। এবার অধীর চৌধুরীর সুরে সুর মিলিয়েই ফের আরও একবার একই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি। 


আরও পড়ুন: এক বছরে অর্ডার ৭.৬ কোটি প্লেট বিরিয়ানি! টেক্কা বাকি সবাইকে