করুণাময় সিংহ, মালদা: থামছে না বোমা (Bomb Recovery) উদ্ধারের ধারা। এবারও ঘটনা মালদায় (Malda)। রতুয়ার (Ratua) চাঁদমণি বালুপুর গ্রামে চাষের জমিতে কৌটো বোমা পড়ে থাকা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।


কী ঘটেছিল?
রতুয়ার চাঁদমণি বালুপুর গ্রামের চাষের জমিতে ৫০টির মতো কৌটো বোমা পড়েছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যায় রতুয়া থানার পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। একে একে সবক'টি বোমা নিষ্ক্রিয় করা হয়। স্থানীয়দের ধারণা, পঞ্চায়েত ভোটের আগে বিশেষ উদ্দেশ্যে বোমা মজুত করা হয়েছিল। কে বা কারা বোমা মজুদ করেছিল খতিয়ে দেখছে পুলিশ। সপ্তাহখানেক আগে রতুয়ারই নুরপুর ব্রিজ এলাকায় হানা দিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। গ্রেফতার করা হয় মালদার ভুতনির বাসিন্দা রূপকুমার মাহাতো নামে এক ব্যক্তিকে। আবার চলতি একেবারে মাসের গোড়ার দিকে, মাঝরাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মালদার চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকা। চার দিক ঘন কালো ধোঁয়ায় ভরে যায়। ছড়িয়ে পড়ে বারুদের গন্ধ। পুলিশ সূত্রে খবর মেলে, একটি নলকূপের ধারে মাটির নিচে বস্তায় করে বোমা মজুত করা ছিল। ঘটনাস্থল থেকে তাজা বোমাও উদ্ধার করে পুলিশ। ঘটনাচক্রে, সে দিনই আবার বীরভূমের নানুর থেকে দু'ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। একটি বাড়ির পাশ থেকে বোমাগুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পঞ্চায়েত ভোটের আগে বোমা-বিস্ফোরক উদ্ধারের একের পর এক খবরে ফের আতঙ্কের চোরাস্রোত সাধারণ মানুষের মধ্যে।

এক ছবি বীরভূমে...
শুধু মালদা নয়, বীরভূমেও এক ছবি দেখা গিয়েছে। দিনপাঁচেক আগেকার কথা। বীরভূমের দু'জায়গা থেকে উদ্ধার হয় তাজা বোমা। স্থানীয়দের দাবি, শান্তিনিকেতন থানার দূরত্ব ৭ কিলোমিটার হলেও, পুলিশ আসতে আধঘণ্টারও বেশি সময় নেয়। পরে স্কুলের কাছে ওই মাঠ থেকে ৪০টি বোমা উদ্ধার হয়। তার ঠিক আগের  দিন, লালমাটির জেলার আমোদপুর গ্রামে তৃণমূল পার্টি অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে বোমা উদ্ধার করে পুলিশবোমা মজুতের অভিযোগে ৮ তৃণমূল কর্মীকে গ্রেফতার করে সাঁইথিয়া থানা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে, শান্তিনিকেতনের রূপপুর গ্রাম পঞ্চায়েতের লোহাগড় গ্রামে মেলে ৬১টি তাজা বোমা। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকা থেকে ৫০০ মিটার দূরে ২১টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ভোররাতে নানুরের ব্রাহ্মণখণ্ড গ্রাম থেকেও ৩০টি বোমা উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, ড্রামের মধ্যে ভরে পানাপুকুরে লুকিয়ে রাখা হয়েছিল বোমাগুলি। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে। 


আরও পড়ুন:কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি