কলকাতা: আর কয়েকদিন বাদেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। কোন দিকে ঝুঁকে গ্রামবাংলা? ভোটের আগে সেই মেজাজের আঁচ পেতে সমীক্ষা (C Voter Opinion Poll) চালিয়েছিল আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা C Voter। তাতে একটি প্রশ্ন ছিল, রাজ্য় নির্বাচন কমিশনের ভূমিকায় আপনি কি সন্তুষ্ট? ৩৯ শতাংশ মানুষ মনে করছেন, রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় তারা সন্তুষ্ট। ৫৩ শতাংশ মানুষ মনে করছেন, না তাঁরা সন্তুষ্ট না। ৮ শতাংশ জানিয়েছেন, না তাঁরা সন্তুষ্ট না। তবে একথা মনে রাখা দরকার, সমীক্ষা কখনও ধ্রুবসত্য নয়। কখনও তা মেলে, কখনও ফলাফলের পূর্বাভাস দিতে একেবারে ব্যর্থ হয়, কখনও তার সাফল্যের হার মাঝামাঝি থাকে। তাই চূড়ান্ত ফলের সকলকে অপেক্ষা করতেই হবে ১১ জুলাই পর্যন্ত।
কী ভাবে সমীক্ষা?
২০টি জেলা পরিষদের ৯২৮টি আসনের ১০ হাজার ৫৪৮ জনের উপর এই জনমত সমীক্ষা চালানো হয়েছিল। গত ১৫ জুন থেকে ২৬ পর্যন্ত সমীক্ষা চলে। তাতে দেখা যায়, রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ৫৩ শতাংশ মানুষ সন্তুষ্ট নন। বস্তুত, এবার পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই বার বার প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশনের ভূমিকা। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিয়োগ নিয়ে বিস্তর টানাপড়েন চলেছে। সপ্তাহখানেক আগেই কমিশনারকে হাইকোর্টের তীব্র ভর্ৎসনার পরে চরম পদক্ষেপ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট গ্রহণ করেননি তিনি। তাহলে কি আর পদে থাকতে পারবেন রাজ্য নির্বাচন কমিশনার? এই প্রশ্ন উঠে যায়। ভোটে অবাধে সন্ত্রাস, রুখতে না পারাতেই কি কড়া পদক্ষেপ রাজভবনের? শুরু হয় তুমুল জল্পনা। বেলাগাম সন্ত্রাসের পরে আলোচনার জন্য না আসার পরেই পদক্ষেপ, খবর মিলেছিল সূত্রের। এর পর মুখ্য নির্বাচন কমিশনার রাজভবনে বৈঠক করেন। তার পরও হাইকোর্টের ভৎর্সনা শুনেছে নির্বাচন কমিশন। প্রধান বিচারপতি রীতিমতো বিরক্তির সুরে বলেন, 'নিজেদের সম্মান এবং মর্যাদা রক্ষার জন্য এমন পদক্ষেপ করুন, যাতে সাধারণ মানুষ আপনাদের ভরসা করেন। আমরাও বারবার হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে আমাদের হস্তক্ষেপ করতেই হচ্ছে। আমরা বিরক্ত, ছোটখাটো সব হিসাব করার জন্য আমরা বসে নেই।' পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও প্রশ্নের মুখে পড়েছে রাজ্য় নির্বাচন কমিশনের ভূমিকা। তার উপর মনোনয়ন পর্বে যে চূড়ান্ত অশান্তির অভিযোগ উঠেছে, তাতে আরও বিতর্কের মুখে পড়ে এই সাংবিধানিক প্রতিষ্ঠান।
আরও পড়ুন:তৃণমূলের হেভিওয়েট নেতাদের গ্রেফতারি কি প্রভাব ফেলবে পঞ্চায়েত ভোটে? কী বলছে সি-ভোটারের সমীক্ষা?