কলকাতা: বেহালা। একসময় পরিচতি ছিল মেয়রের এলাকা বলে। কিন্তু, বেহালার সেই গর্বের দিন গেছে। শোভন চট্টোপাধ্যায় মেয়রের পদ ছেড়েছেন। ছেড়েছেন বেহালাও। তাঁর ছেড়ে যাওয়া ওয়ার্ডে এবার তৃণমূলের টিকিটে লড়ছেন শোভনের ঘরনী রত্না। যাই হোক, প্রাক্তন মেয়রের এলাকার এই তকমাটা ছাড়াও, কলকাতার চোদ্দ নম্বর বরোর আরও বেশ কিছু আকর্ষণ রয়েছে। যেমন- বেহালা ফ্লাইং ক্লাব, শতাব্দী প্রাচীন সোনার দুর্গা কিংবা সুসজ্জিত পর্ণশ্রী লেক। এই বরোতে সাতটি ওয়ার্ড রয়েছে। বিধানসভা ভোটের ওয়ার্ডভিত্তিক ফলের নিরিখে সবক’টায় লিড পেয়েছিল তৃণমূল।
২০১৫-র কলকাতা পুরভোটে এই বরোর ৭ ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিতেছিল ৫টি। বামেদের ঝুলিতে ছিল ২টি। খাতা খোলেনি বিজেপি, কংগ্রেস ও অন্যান্যরা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিধানসভার ওয়ার্ডভিত্তিক ফলাফল অনুসারে তৃণমূল ৭ আসনেই এগিয়ে ছিল। সি ভোটার সমীক্ষার ইঙ্গিত অনুযায়ী, এই ওয়ার্ডে তৃণমূলেরই রমরমা থাকতে পারে। জিততে পারে ৬টি ওয়ার্ডে। একটি পেতে পারে বিজেপি। সি ভোটার সমীক্ষার ফল অনুযায়ী, এই বরোতে তৃণমূল ৪৭ শতাংশ, বিজেপি ২৭ শতাংশ, বাম ১২ শতাংশ, কংগ্রেস ২ শতাংশ, অন্যান্য ১২ শতাংশ ভোট পেতে পারে।
উল্লেখ্য, সামনের রবিবারই কলকাতা পুরসভার ভোট। বিধানসভা নির্বাচন, বিধানসভা উপনির্বাচনের পর আরেক হাই ভোল্টেজ ভোট-যুদ্ধ। তার আগে কলকাতার ভোটাররা কী ভাবছেন? সেই আভাস পেতে বরো ভিত্তিক সমীক্ষা চালিয়েছে সমীক্ষক সংস্থা সি ভোটার।