পূর্ণিয়া: এসেছিলেন পূর্ণিয়া লোকসভা আসনের প্রার্থী পদে মনোনয়ন জমা দিতে। প্রার্থীর মুখ থেকে তখন ভুর ভুর বেরোচ্ছে মদের কটূ গন্ধ। উত্তর বিহার জেলার কালেক্টরেট অফিসে মনোনয়ন পত্র জমা দিতে ওই অবস্থাতেই পৌঁছে গিয়েছিলেন ভাগলপুর জেলার বাসিন্দা রাজীব কুমার সিংহ। নির্বাচনে পর্যবেক্ষক এম শৈলেন্দ্র জানিয়েছেন, ওই নির্দল প্রার্থীর ব্রেথ অ্যানালাইজার পরীক্ষা করে দেখা যায়, প্রকৃতপক্ষেই তিনি মদ্যপান করেছেন। বিহারে মদ নিষিদ্ধ। সেই নিয়ম ভাঙার অভিযোগে নির্দল প্রার্থী রাজীব কুমারের ঠাঁই হল শ্রীঘরে।
২০১৬-র এপ্রিলে বিহারের নীতীশ কুমার সরকার মদ বিক্রয় ও পানে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু তারপরেও এই প্রার্থী কী করে মদ্যপানের সুযোগ পেলেন, সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। পূর্ণিয়ায় লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ১৮ এপ্রিল। এখনও পর্যন্ত ১৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। লড়াই মূলত জেডি(ইউ)-এর বিদায়ী সাংসদ সন্তোষ কুশওয়াহা ও কংগ্রেস প্রার্থী প্রাক্তন বিজেপি সাংসদ উদয় সিংহের মধ্যে।
বিহারে মত্ত অবস্থায় মনোনয়ন জমা দিতে এসে গ্রেফতার প্রার্থী
Web Desk, ABP Ananda
Updated at:
27 Mar 2019 05:58 PM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -