রাজীব সিন্হার নিয়োগ চ্যালেঞ্জ করে মামলা...



এবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি। সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 

'দুষ্টুমি' করলে দুটো চড় মারবেন: মমতা


চাইলেন ক্ষমা। জনগণের হাতে দিলেন দিলেন দলীয় কর্মীদের শাসনের বার্তা ! পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) প্রচার শুরু দিনই তৃণমূল কর্মীরা 'দুষ্টুমি' করলে তাঁদেরকে চড় মারার 'রাইট' জনগণকে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোচবিহারের চান্দামারির সভা থেকে ভোটপ্রচারের মাঝে বিরোধীদের আক্রমণের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে সতর্ক থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সঙ্গেই ক্ষমা চেয়ে শাসনের অধিকার দিলেন জনগণকে।


উলুবেড়িয়া ১-এর বিডিও-র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে...


উলুবেড়িয়া ১-এর বিডিও-র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এদিন যা নির্দেশ দেওয়া হয়েছে, তাতে বিষয়টি নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র নজরদারিতে তদন্ত করবে রাজ্য পুলিশ। সিবিআই তদন্তের মতো উপাদান এই মামলায় নেই, জানাল ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, এই মামলায় নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সেই মামলাতেই এই নির্দেশ। 


সন্তুষ্ট নন নৌশাদ সিদ্দিকি...

কেন্দ্রের দেওয়া রক্ষী নিয়ে সন্তুষ্ট নন নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)।  কেন্দ্রকে নিয়মিত নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ বিচারপতি মান্থার। হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেও রাজ্য সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন নৌশাদ সিদ্দিকি। তাঁর অভিযোগ,'বারবার নিরাপত্তার অভাব নিয়ে অভিযোগ তোলা সত্ত্বেও।রাজ্য সরকার কর্ণপাত করেনি' ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে জেড ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হয়েছে, অভিযোগ নৌশাদের। ভাঙড়ের আইএসএফ বিধায়কের নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফের ৭ জনের একটি দল রয়েছে।


কর্মসংস্থান আশ্বাস মুখ্যমন্ত্রীর...


পঞ্চায়েত ভোটের আগে কোচবিহার থেকে প্রচারের শুরুর দিতেই কর্মসংস্থান নিয়ে বড় বার্তা মমতার। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচন জয়ের আগে গোটা বাংলাজুড়েই একটা বুকধুকপুক শোনা গিয়েছিল। একের পর এক বটবৃক্ষদের তৃণমূল ত্যাগে ভরাডুবির ভবিষ্যতবাণীও করেছিলেন গেরুয়া শিবিরের শীর্ষ নের্তৃত্ব। যদিও ভোটের ফলাফল তার ধারেকাছ দিয়েও ঘেষেনি। বিপুল ভোটে জয়ী হয়েছিল তৃণমূল (TMC)। তৃতীয়বার সরকার গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেসময় চলছিল কোভিড পরিস্থিতি (Covid Situation)। তাই জয়ের আনন্দে না মেতে সেসময় মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছিলেন, এবার তাঁর অন্যতম লক্ষ হবে 'কর্মসংস্থান।'



আরও পড়ুন:বুদ্ধিতে মানুষের সঙ্গে পাল্লা দেবে এই পাঁচ প্রাণী, কারা রয়েছে তালিকায়?