পার্থপ্রতিম ঘোষ, সন্দেশখালি: শেখ শাহজাহানকে (Sheikh Shajahan CBI Custody) হেফাজতে নিয়েই সন্দেশখালি (Sandeshkhali Incident) পৌঁছল সিবিআই। বৃহস্পতিবার বসিরহাট থানায় গিয়ে পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলার নথি সংগ্রহ করল সিবিআই। নিজাম প্যালেসে সিবিআই দফতরে এলেন ইডি-র ডেপুটি ডিরেক্টর। ইডি-র উপর হামলাকাণ্ডে অভিযোগকারী ছিলেন এই ডেপুটি ডিরেক্টর। তদন্তে উঠে আসা তথ্য নিজেদের মধ্যে আদানপ্রদান করছে সিবিআই, ইডি।


সূত্রের খবর, শেখ শাহজাহানের ফোনের কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। হামলার পর কার সঙ্গে কথা বলেছিলেন শেখ শাহজাহান? সেই বিষয়ে বহু গুরুত্বপর্ণ তথ্য সিডিআরে মিলতে পারে বলে ধারণা তদন্তকারীদের।


আদালতের নির্দেশ সত্ত্বেও, বিস্তর টানাপোড়েনের পর বুধবার সন্ধেয় সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে রাজ্য পুলিশের হেফাজত থেকে নিজেদের হেফাজতে পেয়েছে CBI. দোর্দণ্ডপ্রতাপ, তৃণমূলের সাসপেন্ডেড নেতাকে জেরা করে সন্দেশখালির ঘটনাপ্রবাহের রহস্যভেদ করতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।  CBI সূত্রের খবর, শেখ শাহজাহানকে নিজাম প্যালেসে নিয়ে আসার পর, বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকাল থেকে তাঁকে দফায় দফায় জেরা করা হয়েছে। ৫ জানুয়ারি রেশন বণ্টন দুর্নীতির তদন্তে সন্দেশখালির সড়বেড়িয়ায় শেখ শাহাজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে রক্তাক্ত ও আহত হন ED-র আধিকারিকরা। শেখ শাহজাহানের অনুগামীদের রোষের মুখে পড়ে এলাকা ছাড়তে হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও।


শাহজাহানকে কী কী প্রশ্ন?


ঘটনার দিন সকালে ঠিক কী ঘটেছিল? 


তিনি কখন জানতে পারেন বাড়িতে ED এসেছে?


বাড়িতে ED-র অভিযানের সময় তিনি কোথায় ছিলেন? 


বাড়ির সামনে শ'য়ে শ'য়ে মানুষের জমায়েত হয়েছিল কার নির্দেশে? 


ED অফিসারদের তাঁর বাড়িতে কেন তল্লাশি করতে দেওয়া হয়নি?


বাড়িতে কী এমন ছিল যে ঢুকতে দেওয়া হল না ED-র আধিকারিকদের?


রাজ্য পুলিশের হাতে ধরা পড়ার আগে, ৫৫ দিন ধরে ফেরার থাকাকালীন কোথায় কোথায় ছিলেন? 


কারা কারা তাকে আশ্রয় দিয়েছিলেন?


CBI সূত্রের খবর, জেরায় এই সব প্রশ্নেরই মুখোমুখি হতে হয়েছে শেখ শাহজাহানকে। ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়ির সামনে ED ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর এভাবেই চড়াও হতে দেখা গিয়েছিল শতাধিক মানুষকে। সেই জমায়েতে সন্দেশখালির বেতাজ বাদশার কোনও ভূমিকা ছিল কিনা তা জানতে,  শেখ শাহজাহানের ফোনের কল ডিটেলস্ ও টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হচ্ছে বলে CBI সূত্রে খবর। ইতিমধ্যেই ৩টি নতুন FIR দায়ের করেছে কেন্দ্রীয় এজেন্সি CBI


বুধবারই ন্যাজাট থানা থেকে দুটি কেসের নথি সংগ্রহ করেছে তাঁরা। বৃহস্পতিবার বসিরহাট থানা থেকে নথি সংগ্রহ করেন তাঁরা। ধৃত শেখ শাহজাহানকে শনিবার ফের বসিরহাট আদালতে পেশ করা হবে। সূত্রের খবর, রাজ্য পুলিশ এতদনি ধরে কোন পথে তদন্ত এগিয়ে নিয়ে গিয়েছে, সেবিষয়েও স্পষ্ট দিশা পেতে চাইছে CBI.


আরও পড়ুন: মমতার মিছিলে বিজেপি বিধায়ক! এবার পদ্ম-শিবির ভাঙাল ঘাসফুল