কলকাতা: রাজ্যে ভোটের প্রচার তুঙ্গে উঠেছে। আগামী ২৭ মার্চ রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট। ভোটের ফল কী হবে, তা জানতে উন্মুখ সবাই।গানের কথায় আছে, ‘আজ যে রাজা,কাল সে ফকির/বরাতের কি খেল?’এখন নেতাদের বরাতে কী আছে, সে বোঝা যাবে দোসরা মে। এই টানটান উত্তেজনার আবহে, সামনে এসেছে সি ভোটারের চতুর্থ তথা শেষ দফার সমীক্ষা।এই সমীক্ষা কোন দল কত আসন পেতে পারে, কে কত শতাংশ ভোট পেতে পারে, তার একটা আভাস পাওয়ার চেষ্টা মাত্র।  সি ভোটারের এই সমীক্ষা চলেছে ষোলো থেকে তেইশে মার্চ পর্যন্ত। এরাজ্যের দুহাজার দুশো নব্বই জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। ব্যবহার করা হয়েছে ক্যাটি পদ্ধতি। মার্জিন অফ এরর প্লাস-মাইনাস থ্রি টু ফাইভ পারসেন্ট। উল্লেখ্য,  এই সমীক্ষা দেখে কোনও উচ্ছ্বসিত, ক্ষুব্ধ বা হতাশ হওয়ার কোনও কারণ নেই। কারণ সমীক্ষা কোনও ধ্রুব সত্য নয় -- কখনও মেলে, কখনও মেলে না। এই সমীক্ষার সঙ্গে আমাদের জার্নালিস্টিক জাজমেন্ট বা এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই।
এর আগে সিএনএক্সের তৃতীয় তথা চূড়ান্ত দফার সমীক্ষার ফলাফল সামনে এসেছিল। 
এখন দেখে নেওয়া যাক, দুটি সমীক্ষার ফলাফলে কী ইঙ্গিত উঠে আসছে।
রাজ্য বিধানসভায় মোট আসন – ২৯৪। সরকার গড়তে প্রয়োজন  ১৪৮ বিধায়কের সমর্থন। 


সিএনএক্সের তৃতীয় তথা চূড়ান্ত দফার জনমত সমীক্ষায় রাজ্যে ত্রিশঙ্কু বিধানসভার পূর্বাভাস দেওয়া হয়েছিল। এই সমীক্ষার ফল অনুযায়ী,


তৃণমূল পেতে পারে ১৩৬ থেকে ১৪৬ আসন। 


বিজেপি ১৩০-১৪০ আসন। 


বাম+কংগ্রেস+আইএসএফ জোট পেতে পারে ১৪-১৮ আসন। 


অন্যান্যরা পেতে পারে ১-৩ আসন। 


অন্যদিকে, সি ভোটারের চতুর্থ তথা চূড়ান্ত দফার সমীক্ষার ফলাফলে ইঙ্গিত, রাজ্যে ফের সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ, রাজ্যে ক্ষমতায় ফিরতে পারে তৃণমূল।
সি ভোটার জনমত সমীক্ষা (চূড়ান্ত দফা)-র ফল অনুযায়ী,


তৃণমূল পেতে পারে ১৫২-১৬৮ আসন।  



বিজেপি পেতে পারে ১০৪-১২০ আসন। 



বাম+কংগ্রেস+আইএসএফ জোট পেতে পারে ১৮-২৬ আসন। 



অন্যান্যদের খাতায় যেতে পারে ০-২ আসন। 


CNX জনমত সমীক্ষা  (চূড়ান্ত দফা)-র ইঙ্গিত অনুযায়ী ভোট শতাংশের নিরিখে


তৃণমূল পেতে পারে ৪২ শতাংশ ভোট। 


বিজেপির ঝুলিতে যেতে পারে ৩৮ শতাংশ ভোট।
   
বাম+কংগ্রেস+আইএসএফ পেতে পারে ১৬ শতাংশ ভোট। 


অন্যান্যরা পেতে পারে ছয় শতাংশ। 


অন্যদিকে, সি ভোটার জনমত সমীক্ষা (চূড়ান্ত দফা)-র ইঙ্গিত অনুযায়ী, 


তৃণমূল  পেতে পারে ৪২ শতাংশ ভোট।



বিজেপি  পেতে পারে ৩৭ শতাংশ ভোট।   



বাম+কংগ্রেস+আইএসএফ পেতে পারে  ১৩ শতাংশ ভোট। 



অন্যান্যরা পেতে পারে   ৮ শতাংশ ভোট।