কলকাতা:  মুখ্যমন্ত্রী হিসেবে গত পাঁচ বছরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পারফরম্যান্স কেমন? গত পাঁচ বছরে তৃণমূল সরকারের পারফরম্যান্সই বা কেমন? পাশাপাশি, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির পারফরম্যান্স কেমন? 


শিয়রে বিধানসভা ভোট। আগামী শনিবার প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে মানুষের মনের ইঙ্গিত পেতে সমীক্ষা চালিয়েছিল সি ভোটার। এই সব প্রশ্ন রাখা হয়েছিল মানুষের সামনে। জনতা কী ভাবছেন, তা জানার চেষ্টা করা হয়। 


সমীক্ষা অনুযায়ী, এখনও মানুষ মুখ্য়মন্ত্রী মমতার ওপর আস্থাশীল। সমীক্ষায় দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতার পারফরম্যান্সকে ভাল বলেছেন ৫৯ শতাংশ মানুষ। অন্যদিকে, মোটামুটি হিসেবে উল্লেখ করেছেন ১৫ শতাংশ মানুষ। আর খারাপ বলে ব্যাখ্যা করেছেন ২৬ শতাংশ।


আরও পড়ুন:


C-Voter Opinion Poll 2021: বিধানসভায় ক'টি আসন পেতে পারে তৃণমূল? বিজেপির ঝুলিতে যেতে পারে ক'টি?


মমতা নেতৃত্বাধীন তৃণমূল সরকারের পারফরম্যান্স সম্পর্কেও মানুষকে প্রশ্ন করা হয়েছিল। সমীক্ষা অনুযায়ী, রাজ্য সরকারের পারফরম্যান্সকে ভাল বলেছেন ৪৮ শতাংশ মানুষ। পারফরম্যান্স মোটামুটি উল্লেখ করেছেন ২১ শতাংশ। আর মমতা সরকারের পারফরম্যান্স খারাপ বলে মনে করেছেন ৩১ শতাংশ।


মানুষের সামনে এই প্রশ্নও রাখা হয় যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর আপনি কি ক্ষুব্ধ? সরকার পাল্টাতে চান? এর উত্তরে সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। সমীক্ষা অনুযায়ী, ক্ষুদ্ধ ও সরকার পাল্টানোর পক্ষে রায় দিয়েছেন ৪৩ শতাংশ মানুষ। ক্ষুব্ধ হলেও সরকার পাল্টাতে চান না ৪২ শতাংশ মানুষ। অন্যদিকে, ক্ষুব্ধ নন, ফলে সরকার পাল্টাতে চান না শ্রেণিতে রয়েছেন ১৫ শতাংশ।


মুখ্যমন্ত্রী মমতার পাশাপাশি, বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পারফরম্যান্সের আঁচও পাওয়ার চেষ্টা চালানোর চেষ্টা করেছে সমীক্ষক সংস্থা। মানুষকে প্রধানমন্ত্রীর পারফরম্যান্স সম্পর্কেও মানুষের কাছে তাঁদের রায় জানতে চাওয়া হয়। এই প্রশ্নের উত্তরে বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য। সমীক্ষা অনুযায়ী, মোদির পারফরম্যান্সকে ভাল বলেছেন ৪৩ শতাংশ মানুষ। খারাপ বলেছেন ৪১ শতাংশ মানুষ। মোটামুটি বলেছেন, ১৬ শতাংশ। 


 



 


দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কী বলে মনে করে সাধারণ মানুষ, এ নিয়ে জনমত সমীক্ষা চালিয়েছিল সি ভোটার। এবিপি আনন্দ-সি ভোটারের সেই সমীক্ষায় দেখা গিয়েছে, ৩০ শতাংশ মানুষ মনে করেন বেকারত্ব এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ২১ শতাংশ মানুষ মনে করেন, বিদ্যুৎ, জল ও রাস্তা এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা বিশ্বে। পশ্চিমবঙ্গেও ফের বাড়ছে সংক্রমণ। সমীক্ষায় দেখা গিয়েছে, ১১ শতাংশ মানুষ মনে করেন, বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হল করোনা।