এবারের লোকসভা ভোটের ষষ্ঠ দফায় রবিবার ভোপালে ভোটগ্রহণ করা হবে। তার আগে এই যজ্ঞে হাজির হন দিগ্বিজয়ও। জানা গিয়েছে, দিগ্বিজয়ের জয়ের জন্য আগামী তিনদিন ধরে যজ্ঞ ও পুজো করবেন পাঁচ থেকে সাত হাজার সাধু। এছাড়া কীর্তন, ভজন, যোগাসনও চলবে।
ভোপালে দিগ্বিজয়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা। তাঁকে আক্রমণ করে কম্পিউটার বাবা বলেছেন, শুধু গেরুয়া পোশাক পরেন বলেই প্রজ্ঞাকে সাধ্বী বলা ঠিক হবে না। প্রজ্ঞার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং খুনের সঙ্গে যুক্ত থাকারও অভিযোগ করেছেন কম্পিউটার বাবা। তিনি দিগ্বিজয়ের প্রশংসা করে বলেছেন, এই কংগ্রেস নেতা সত্যিকারের নর্মদা ভক্ত। তাঁকে সমর্থন করবেন সাধুরা।