নয়াদিল্লি: উত্তর মুম্বই কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে ভোটে লড়তে চলেছেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। এখনও পর্যন্ত কংগ্রেস ৩১৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। প্রাক্তন লোকসভা অধ্যক্ষ মীরা কুমারকে তারা দাঁড় করিয়েছে বিহারের সাসারাম কেন্দ্র থেকে।
টেলিভিশন সাংবাদিক সুপ্রিয়া শ্রীনাটে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন উত্তর প্রদেশের মহারাজগঞ্জ থেকে। প্রথমে এখানে টিকিট দেওয়া হয় খুনের দায়ে জেলবন্দি রাজনীতিক অমরমণি ত্রিপাঠির মেয়ে তনুশ্রী ত্রিপাঠিকে। কিন্তু প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে তনুশ্রীর বদলে সুপ্রিয়াকে টিকিট দিয়েছে তারা। হিমাচলের মান্ডি থেকে কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুখরামের নাতি আশ্রয় শর্মাকে, সিমলা থেকে লড়ছেন কর্নেল ধনী রাম।
বিজেপির টিকিটে উত্তর প্রদেশের এটাওয়ার সাংসদ অশোক কুমার দোহরে সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন। আগে তিনি ছিলেন বসপাতে, ২০০৭-২০১২ পর্যন্ত মায়াবতী মন্ত্রিসভাতেও ছিলেন। এবার টিকিট না পাওয়ায় কংগ্রেসে যোগ দিয়েছেন দোহরে। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে এটাওয়া থেকে দাঁড় করিয়েছে কংগ্রেস।
দলীয় সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে বৈঠকের পর বুধবার কংগ্রেসে যোগ দেন কৌন, সত্য-র মত জনপ্রিয় ছবির নায়িকা উর্মিলা। এরপরেই কংগ্রেস তাঁকে লোকসভা নির্বাচনে লড়ানোর সিদ্ধান্ত নেয়।
উত্তর মুম্বই কেন্দ্র থেকে উর্মিলা মাতন্ডকরকে টিকিট দিল কংগ্রেস
ABP Ananda, Web Desk
Updated at:
30 Mar 2019 02:06 PM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -