কলকাতা: তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যুইট করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি লিখেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার মমতা দিদিকে অনেক শুভেচ্ছা।



লক্ষ্য ছিল ২০০ আসন। আর সেই লক্ষ্যের দিকে তাকিয়ে ময়দানে নেমেছিলেন তিনি। ২১-এর মহারণের আগে একাধিকবার বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে সমাবেশ থেকে নির্বাচনী প্রচার, কিছুই বাদ যায়নি। আবার প্রচার মঞ্চ থেকে কড়া ভাষায় বিঁধেছেন তৃণমূল কংগ্রেসকে। শুধু কটাক্ষই নয়, দিদি ও দিদিবলে সম্বোধন করে বক্তব্য রাখতেও শোনা গিয়েছে মোদিকে। তা নিয়ে সরব হয়েছে ঘাসফুল শিবির।


এদিকে নির্বাচনের ফল অন্য ছবি দেখিয়ে দিয়েছে। ২০০ আসন তো দূর ১০০ পর্যন্ত পৌঁছতে পারেনি গেরুয়া শিবির। আজ, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। মতাদর্শগত পার্থক্য থাকলেও রাজনৈতিক সম্পর্কের কারণে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী। আর শপথ গ্রহণের পর তাঁকে দিদি বলে সম্বোধন করেই শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি। 


উল্লেখ্য, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁকে শপথবাক্য় পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন মুখ্যমন্ত্রীপদে শপথ নিতে সকালে কালীঘাটে নিজের বাড়ি থেকে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঠিক সময়ে তিনি পৌঁছে যান রাজভবনে। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সব রাজনৈতিক দলকে শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী। সবপক্ষকে প্রতিহিংসাপরায়ণ না হতে আবেদন করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এ-ও মনে করিয়ে দেন, হিংসা ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে।  বলেন, বাংলা কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। 


করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবারের শপথগ্রহণ অনুষ্ঠান অনাড়ম্বর ও সংক্ষিপ্ত রাখা হয়েছিল। এদিন একাই শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর। উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা দেব।