হুগলি:  হুগলিতে ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। বাড়তে বাড়তে সংক্রমিতের সংখ্যা পেরিয়ে গেছে ৪৫ হাজার। মৃতের সংখ্যাও ৬০০ ছুঁইছুঁই। জেলা জুড়ে বাড়ছে অক্সিজেনের সংকট।


এরমধ্যেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারির অভিযোগে উত্তরপাড়া থেকে গ্রেফতার ব্যবসায়ী।


সম্প্রতি, পার্ক স্ট্রিট থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরার ভিত্তিতে গতকাল উত্তরপাড়া থেকে চন্দন মণ্ডল নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। 


উত্তরপাড়ার টিএন মুখার্জী রোডের পাশে একটি গোডাউনে হানা দেন কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও চন্দননগর কমিশনারেটের আধিকারিকরা। 


ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক খালি ও ভর্তি অক্সিজেন সিলিন্ডার। বাজেয়াপ্ত করা হয় ৯টি খালি, ৪টি ভর্তি ও ১টি ব্যবসায়িক অক্সিজেন সিলিন্ডার।  গ্রেফতার করা হয় গোডাউনের মালিককে। আটক করা হয় ১ কর্মীকেও। 


ধৃতের দাবি, কমার্সিয়াল ছাড়া অন্য কোনও সিলিন্ডার ছিল না। বলেন, আমার এখানে কমার্শিয়াল সিলিন্ডার ছাড়া অন্য কোনও সিলিন্ডার রাখা ছিল না। তাও কেন গ্রেফতার করা হল জানি না।


এর আগে, অক্সিজেনের মজুতদারি রুখতে ভবানীপুরে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি। ভবানীপুরে একটি অক্সিজেন সরবরাহকারী সংস্থার অফিসে হানা দেন ইবির আধিকারিকরা।  


অভিযোগ, লাইসেন্স অনুযায়ী, ওই সংস্থার কাছে যত পরিমাণ অক্সিজেন মজুত করার অনুমতি ছিল,  তারা তার থেকে বেশি পরিমাণে অক্সিজেন মজুত করেছে। 


২০০ লিটার অক্সিজেন মজুতের অনুমতি থাকলেও তাদের কাছে ৩২০ লিটার অক্সিজেন মজুত ছিল বলে ইবি সূত্রে দাবি।   


ইবির আধিকারিকরা অতিরিক্ত অক্সিজেন বাজেয়াপ্ত করেছেন। কেন বাড়তি অক্সিজেন মজুত ছিল তা জানতে চেয়ে ওই সংস্থাকে শোকজ করেছে ইবি।  


অক্সিজেনের বেআইনি মজুতদারি রুখতে ভবিষ্যতে এমন আরও অভিযান চালানো হবে বলে ইবি সূত্রে খবর।


রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। রোজই গড়ছে নতুন রেকর্ড। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিতর সংখ্যা ১৪ হাজার ২৮১। মৃতের সংখ্যা ৫৯। শোচনীয় এই পরিস্থিতির মধ্যে করোনা চিকিৎসায় নতুন গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দফতরের।