সালারে অধীরের সভার আগে মঞ্চের নিচে ‘বোমা’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Apr 2016 06:56 AM (IST)
NEXT
PREV
বহরমপুর: ভোটের আগে মুর্শিদাবাদের সালারে অধীর চৌধুরীর সভাস্থলে বোমা রাখার অভিযোগ। মঞ্চের নিচ থেকে পাওয়া যায় তিনটি তাজা বোমা। অভিযোগ কংগ্রেসের। আজ কামারশালা ময়দানে সালারের কংগ্রেস প্রার্থী কমলেশ চট্টোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভা করার কথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। কংগ্রেসের অভিযোগ, আজ সকালে সভাস্থলে মঞ্চের নিচে একটি ব্যাগ থেকে তিনটি তাজা বোমা মেলে। অধীর চৌধুরীর অভিযোগ, ভোটের আগে সন্ত্রাস সৃষ্টির জন্যই শাসকদলের লোকজন এই ঘটনা ঘটায়। এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছে কংগ্রেস। যদিও উদ্ধার হওয়া বস্তুগুলি বোমা কিনা, তার সত্যতা স্বীকার করেনি পুলিশ। এ প্রসঙ্গে অধীর চৌধুরীর কটাক্ষ, বোমাকে পটকা প্রমাণ করতে মরিয়া পুলিশ-প্রশাসন।
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -