রাজীব চৌধুরী, ভগবানগোলা : লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) সঙ্গেই দেশজুড়ে ২৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। এর মধ্য়ে রয়েছে এরাজ্যের বরানগরের পাশাপাশি ভগবানগোলা। সেই ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে (Bhagabangola By Election 2024) এবার প্রার্থী ঘোষণা করল কংগ্রেস (Congress)। প্রার্থী হলেন ভগবানগোলা ২ ব্লক কংগ্রেসের সভাপতি অঞ্জু বেগম।
গত ১৬ ফেব্রুয়ারি ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলির মৃত্যুতে এই আসন খালি হয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশন লোকসভা ভোট ঘোষণার দিনই এই কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করে। ৭ মে তৃতীয় দফার লোকসভা ভোটের দিন ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ইতিমধ্যেই এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। বিজেপির প্রার্থী হয়েছেন ভাস্কর সরকার এবং তৃণমূল কংগ্রেসের রিয়াত হোসেন সরকার। রবিবার সর্বভারতীয় কংগ্রেস প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কংগ্রেস প্রার্থীর নামও ঘোষণা করে দিল। প্রার্থীদের নাম ঘোষণা করার আগে সিপিএম এবং কংগ্রেস পৃথক মিছিল করেছিল। কিন্তু এবার এই উপনির্বাচনে বাম-কং জোট হবে কি না সেটা সময়ের অপেক্ষা।
দিনকয়েক আগে বিজেপি প্রার্থী ভাস্কর সরকারের সমর্থনে প্রচারের সময় হামলার অভিযোগ ওঠে। বিজেপির মণ্ডল সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়। হামলার সময় গাড়িতে ছিলেন বিজেপি প্রার্থী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে বিজেপি। যদিও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেই হামলা বলে পাল্টা দাবি করেছে তৃণমূল।
এদিকে এদিন লোকসভা ভোটে আরও ৩ প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। বনগাঁয় কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস। উলুবেড়িয়ায় কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক। ঘাটালে কংগ্রেস প্রার্থী করেছে পাপিয়া চক্রবর্তীকে। এখনও পর্যন্ত ১৩টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস।
এদিকে গত শুক্রবার আরও পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। এর মধ্য়ে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রতীকউর রহমানকে। অর্থাৎ এই কেন্দ্রে এবার চতুর্মুখী লড়াই হতে চলেছে। বসিরহাট কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রাক্তন CPM বিধায়ক নিরাপদ সর্দারকে। যাঁকে সন্দেশখালিকাণ্ডের পর পুলিশ গ্রেফতার করেছিল। পরে হাইকোর্ট তাঁকে জামিন দেয়। এছাড়া ব্যারাকপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ। বারাসাতে বাম প্রার্থী ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষ। ঘাটালে বামেদের হয়ে লড়বেন সিপিআইয়ের তপন গঙ্গোপাধ্য়ায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।