নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের ( Lok Sabha Election 2024)আগে এবার দ্বিতীয় দফায় ৪৩ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ্যে আনল কংগ্রেস (Congress)।  কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন, আমরা ইতিমধ্যেই লোকসভা ভোচের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছি। এবার আমরা  দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করছি। তালিকায় রয়েছে অসম, গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান।এছাড়াও রয়েছে কেন্দ্র শাসিত অঞ্চল দমন ও দিউ।' 






কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকায় উল্লেখযোগ্য কারা ?


কংগ্রেসের ওই ৪৩ টি প্রার্থীর মধ্যে আসামের জন্য রয়েছে ১২ টি। এরপর গুজরাতের জন্য ৭ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে কংগ্রেস। ১০ টি রয়েছে মধ্যপ্রদেশে। এবং ১০ টি রয়েছে রাজস্থানের জন্য। ৩ টি উত্তরাখণ্ড এবং ১ টি দমন ও দিউ এর জন্য ঘোষণা করেছে কংগ্রেস। কংগ্রেসের এই দ্বিতীয়. দফার প্রার্থী তালিকায় উল্লেখ্যযোগ্য হল, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট পুত্রদের নাম রয়েছে। অসমের জোরহাট থেকে বর্তমান সংসদ গৌরব গগৈ।ছিন্দওয়ারা আসনে লড়াইয়ে থাকছেন কমল নাথের ছেলে নকুল নাথ। কংগ্রেসের এই কেসি ভেনুগোপাল জানিয়েছেন, ৪৩ টি প্রার্থীদের মধ্যে অধিকাংশের বয়েস ৬০ এর মধ্যে। ৪৩ জন প্রার্থীর মধ্যে ২৪ জনের বয়েস ৫০ এর কম।'






আরও পড়ুন, 'আবেদন করার আগে..', CAA নিয়ে কী বার্তা মমতার ?


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)