Ducati Super Bike: সুপার বাইকের দুনিয়ায় বড় বদল। বাজার কাঁপাতে এসে গেল ডুকাতির নতুন মডেল। আগের ভার্সনের প্রচুর আপডেট নিয়ে এবার বাজারে কিনতে পারবেন ডুকাতি স্ট্রিটফাইটারের এই নয়া মডেল। টিএফটি ড্যাশে বদল এসেছে, Panigale V4 সুপারবাইকের (Ducati Streetfighter 2024) মতই এর লুক এখন। সুইনগ্রাম পিভোটও বাড়ানো হয়েছে ৪ মিমি উঁচুতে। প্রিমিয়াম বাইকের অবাক করা নজির এই ডুকাতির। কত দাম, কী কী নতুন ফিচার্স আছে এতে ?


২০২৪-এর জন্য ডুকাটির স্ট্রিটফাইটার মডেলে আপডেট


২০২৪ সাল পড়তেই ডুকাতি তাঁর পুরনো এবং জনপ্রিয় এই স্ট্রিটফাইটার মডেলকে (Ducati Streetfighter 2024) আরও বেশি রাইডার-ফ্রেন্ডলি করে তোলার চেষ্টা করেছে, ইলেকট্রনিক কম্পোনেন্ট আপডেট করার পাশাপাশি আরও অনেক বদল এসেছে এই গাড়িতে। এখনকার অভিনব Wet রাইডিং মোডে পাওয়ার দিচ্ছে ১৬৫ বিএইচপি, তবে অন্যান্য মোডের থেকে এতে অনেকটাই কম পাওয়ার ডেলিভারি রয়েছে এখন।


পাওয়ার মোডও দুটি নতুন যুক্ত হয়েছে- ফুল এবং লো যেটা কিনা এখনকার হাই ও মিডিয়াম মোডের সঙ্গে কানেক্ট করবে। পাওয়ার আউটপুট আরও বেশি অ্যাডপ্ট করার জন্য চেষ্টা করবে এই ফিচার্স। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি বেড়েছে, এখন ট্যাঙ্কের সাইজ ১৭ লিটারের। তবে এর Desmosedici Stradale engine কতটা জ্বালানি সাশ্রয়ী তা নিয়ে সন্দেহ থাকলেও আশা করা যায় আগের মডেলের সমস্যাগুলি এতে থাকবে না।


টিএফটি ড্যাশ লে আউটে বদল


ডুকাতির স্ট্রিটফাইটার মডেলে অনেক বদল এসেছে। যুক্ত হয়েছে ট্র্যাক মোড। এখন এই মডেলটি প্রায় Panigale V4 মডেলের মতই দেখতে। ডুকাতির (Ducati Streetfighter 2024) পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এর সুইনগ্রাম পিভোট ৪ মিমি বাড়ান হয়েছে। এর মাধ্যমে ওজনটা সামনের দিকে চালিত করতে অনেকটাই সুবিধে হবে। এর ফলে চালককে আর সরু রাস্তায় গাড়ি নিয়ে যেতে কোনও অসুবিধেয় পড়তে হবে না।


আরও অনেক সুবিধে পাবেন


ডুকাতির এই একটি ফিচার্সের জন্য সারা ভারতে এই বাইক সবথেকে বেশি কদর পায় আর তা হল রিয়ার সিলিন্ডার ডি-অ্যাক্টিভেশন টেকনোলজি। এটা অনেক আগেই পরীক্ষিত হয়েছিল। আগের মডেলে রেডিয়েটর পাখাগুলি ঘোরার সময় অনেক বেশি তাপমাত্রা উৎপন্ন হত, এখন সেই তাপ অনেক কম তুলনায়। আর এর ফলে গাড়ির চালকও অনেক কম গরম অনুভব করবেন গাড়ি চালানোর সময়।   


আরও পড়ুন: Hyundai Creta N Line: স্ট্যান্ডার্ড মডেলের থেকে কোথায় আলাদা, ক্রেটা এন লাইনেের দাম কত রাখল হুন্ডাই ?


Car loan Information:

Calculate Car Loan EMI