পুদুচেরী: সবেধন নীলমণি!
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হাতে এল কেবল ছোট্ট কেন্দ্র-শাসিত অঞ্চল পুদুচেরী।
বৃহস্পতিবার, ফলাফল বের হওয়ার পর থেকে একের পর এক সব রাজ্যই খালি হাতে ফিরিয়েছে কংগ্রেসকে। হাতছাড়া হয়েছে অসম ও কেরল। শতাব্দী-প্রাচীন দল দাগ কাটতে পারেনি পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতেও। দিনের শেষে একমাত্র পুদুচেরীর ফল কংগ্রেসের কাছে স্বান্তনা পুরস্কার হয়ে দেখা দিয়েছে। ৩০ সদস্যের পুদুচেরী বিধানসভায় ১৭টি আসন দখল করেছে কংগ্রেস-ডিএমকে জোট।
২০১১ সালের নির্বাচনে প্রাক্তন কংগ্রেসী তথা অল ইন্ডিয়া এন আর কংগ্রেস (এআইএনআরসি)-র প্রতিষ্ঠাতা এন রঙ্গস্বামীর হাতে পর্যুদস্ত হয়েছিল কংগ্রেস। পাঁচ বছর পর তার মধুর প্রতিশোধ নিল তারা। এবারের নির্বাচনে এআইএনআরসি মাত্র ৮টি আসন দখল করতে পেরেছে।
এই নির্বাচনে ২১ আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। তার মধ্যে ১৫টিতে জয়ী হয়েছে তারা। বাকি দুটি আসন দখল করেছে শরিক ডিএমকে। চারটি আসন দখল করেছে জয়ললিতার দল এআইএডিএমকে। এদিকে, বিজেপিকে একেবারে খালি হাতে ফিরিয়েছে পুদুচেরীর জনগণ। ৩০ আসনে লড়াই করে একটিতেও জিততে পারেনি গেরুয়া-শিবির।
পুদুচেরীতে ক্ষমতায় কংগ্রেস-ডিএমকে জোট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 May 2016 11:45 AM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -