নয়াদিল্লি : লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলেও এখন পশ্চিমবঙ্গে প্রার্থীতালিকা ঘোষণা করতে পারেনি কংগ্রেস। যদিও সেই প্রতীক্ষার সম্ভবত অবসান হতে চলেছে। কারণ সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, মঙ্গলবারই পশ্চিমবঙ্গের ১২ কেন্দ্রের প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলেছে কংগ্রেস। এদিন দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে চূড়ান্ত নামগুলিতে সিলমোহর পড়েছে। কংগ্রেস নেতা জয়বর্ধন সিংহ জানিয়েছেন, এদিন স্ক্রিনিং কমিটি অরুণাচল প্রদেশ, সিকিম ও পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করেছে।


কংগ্রেস এ যাবত ৮২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রথম দফায় ৩৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে শতাব্দী প্রাচীন দলটি। পরে দ্বিতীয় তালিকায় জায়গা করে নেন ৪৩ জন প্রার্থী। যদিও এর মধ্যে পশ্চিমবঙ্গের কোনও প্রার্থীর নাম ছিল না।


বিজেপি এবং তৃণমূলের পর গত বৃহস্পতিবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বামেরা। জোর দেওয়া হয় তারুণ্য় এবং নতুন মুখে ! বৃহস্পতিবার বামেরা যে ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তার মধ্য়ে ১৪ জনই প্রথমবার লোকসভা ভোটে লড়াই করছেন। যে একঝাঁক তরতাজা কাঁধে ভর করে, বামেরা ঘুরে দাঁড়ানোর লক্ষ্য়ে ময়দানে নামছে, তার মধ্য়ে অন্য়তম- সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধর, সায়ন বন্দ্য়োপাধ্য়ায়, সব্য়সাচী চট্টোপাধ্য়ায়। এদিকে বামেরা প্রার্থীতালিকা ঘোষণার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, বাম-কংগ্রেস আসন সমঝোতার তাহলে কী হবে?


এ প্রসঙ্গে সেদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছিলেন, আমরা মাত্র ১৬টা আসনে প্রার্থী ঘোষণা করেছি। বাকি সব আসনে কংগ্রেস প্রার্থী দিতে পারে। কংগ্রেস বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে কথা বললে, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হতে পারে। আমরা উড়িয়ে দিচ্ছি না।


বাম-কংগ্রেস আসন সমঝোতা তাহলে কোথায় দাঁড়িয়ে ? কংগ্রেসের সঙ্গে কথা বলেই কি ১৬টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা ? উঠছে প্রশ্ন। এই প্রেক্ষাপটে সম্প্রতি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দাবি করেছেন, কংগ্রেসের সঙ্গে তাদের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত হওয়ার পথে। গত শুক্রবার তিনি বলেছিলেন, 'কংগ্রেসের সঙ্গে আলোচনা দরজা বন্ধ হয়ে গেলে আমরা তো সব আসনেই প্রার্থী দিতাম। দিয়েছি তো মাত্র ১৬টা আসনে। যেভাবে আলোচনা করার কথা সেভাবেই আলোচনা চলছে।'


অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও বলেছিলেন, 'সিপিএম তাদের মতো প্রার্থী দিয়েছে। আমরাও প্রার্থী দেব। এটা তো কোনও অসুবিধা নেই। যে যেখানে ভাল লড়াই করতে পারবে সে সেখানে দাঁড়াবে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে