নয়াদিল্লি: রাহুল গাঁধীকে ওয়েনাড় কেন্দ্র থেকে লোকসভা ভোটে লড়ার প্রস্তাব দিল কেরল কংগ্রেস। অমেঠিতে এবার রাহুলকে জোর টক্কর দিতে কোমর বেঁধে নামছেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শনিবার কেরলের পাথনামাথিত্তায় সাংবাদিকদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইসিসির সাধারণ সম্পাদক ওমেন চন্ডী জানান, কেরল প্রদেশ কংগ্রেস কমিটি কংগ্রেস সভাপতিকে ওয়েনাড় থেকে লোকসভা ভোটে প্রার্থী হতে আবেদন করেছে। তিনি অবশ্য এখনও এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেননি। ওয়েনাড় কংগ্রেসের নিরাপদ আসন। ওখানে রাহুলকে দাঁড়ানোর সুযোগ করে দিতে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী টি সিদ্দিক সরে দাঁড়াচ্ছেন বলে খবর।
অমেঠিতে রাহুল কঠিন লড়াইয়ের মুখে পড়তে পারেন, এহেন আশঙ্কা করেই কি তাঁকে দক্ষিণের রাজ্য থেকে জিতিয়ে আনার চেষ্টা চলছে, এই জল্পনা সত্ত্বেও কর্নাটক প্রদেশ কংগ্রেস সভাপতি রমেশ চেন্নিথালার দাবি, অমেঠিতে রাহুল লড়বেন, বড় ব্যবধানেই জিতবেন।
কেরলে ২০টির মধ্যে ১৬টি লোকসভা আসনে লড়ছে কংগ্রেস। গতকাল রাতে কংগ্রেস কেরলে প্রার্থীতালিকা প্রকাশ করলেও ওয়েনাড় ও ভাডাক্কারা কেন্দ্র দুটি বাদ রাখা হয়। ওমেন চন্ডীর অভিমত, ওয়েনাড় রাহুলের পক্ষে সবচেয়ে নিরাপদ আসন হবে। তিনি সত্যিই ওখানে প্রতিদ্বন্দ্বিতা করলে গোটা দক্ষিণ ভারতে ইতিবাচক প্রতিক্রিয়া হবে। আমরা আশাবাদী, উনি সম্মতি দেবেন। কোট্টায়মে চেন্নিথালা জানান, দলের ভোটপ্রচারের সূচনা করতে রাহুল যখন কেরলে এসেছিলেন, তখন তিনি তাঁকে ওয়েনাড় থেকে প্রার্থী হওয়ার অনুরোধ করেছিলেন। এ নিয়ে এ কে অ্যান্টন সমেত দলের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। চেন্নিথালা বলেন, আবারও আমি ওনাকে ওয়েনাড় থেকে ভোটে লড়ার আবেদন করছি। কংগ্রেস সভাপতি দক্ষিণ এবং উত্তর ভারতে একইসঙ্গে ভোটে লড়লে জাতীয় সংহতি, ঐক্য শক্তিশালী হবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
‘নিরাপদ’ ওয়েনাড় আসন থেকেও লোকসভা ভোটে প্রার্থী হতে রাহুলকে প্রস্তাব কেরল কংগ্রেসের
Web Desk, ABP Ananda
Updated at:
23 Mar 2019 07:59 PM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -