বায়োপিকে জয়ললিতার ভূমিকায় কঙ্গনা
Web Desk, ABP Ananda | 23 Mar 2019 05:48 PM (IST)
মুম্বই: একটি বায়োপিকে তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায় দেখা যাবে বলিউড তারকা কঙ্গনা রানাউতকে। হিন্দি ও তামিল ভাষায় এই বায়োপিক পরিচালনা করছেন দক্ষিণ ভারতের অন্যতম সফল চলচ্চিত্র নির্মাতা বিজয়। হিন্দিতে ছবিটির নাম ‘জয়া’ এবং তামিল সংস্করণটি ‘থলাইভি’। এ বিষয়ে কঙ্গনা বলেছেন, ‘এই শতকে মহিলাদের সাফল্যের অন্যতম সেরা কাহিনী জয়ললিতাজির। তিনি সুপারস্টার ছিলেন। সেখান থেকে সফল রাজনীতিবিদ হয়ে ওঠেন। মূলধারার ছবির জন্য এটা দারুণ পরিকল্পনা। এই বিশাল প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পেরে গর্ব হচ্ছে।’ বিজয় বলেছেন, ‘আমাদের দেশের অন্যতম প্রধান নেত্রী ছিলেন জয়ললিতা। তাঁর জীবন নিয়ে ছবি তৈরি করা বড় দায়িত্ব। আমরা অত্যন্ত যত্ন ও সততার সঙ্গে এই কাজ করছি।’