নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আগেই ইঙ্গিত দিয়েছিলেন। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে কংগ্রেস (Congress) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন অলিম্পিকে প্রথম ভারতের হয়ে পদকজয়ী বক্সার বিজেন্দ্র সিং (Olympic medallist boxer Vijender Singh)। বুধবার সেই জল্পনা সত্যি করে লোকসভা নির্বাচনের প্রাক্কালে নয়াদিল্লিতে অবস্থিত ভারতীয় জনতা পার্টির সদর দফতরে এসে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন হরিয়ানার বাসিন্দা ও বিখ্যাত বক্সার বিজেন্দ্র সিং (Vijender Singh Joins BJP)।


গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি বিজেপিতে যোগ দিয়েছি দেশের স্বার্থে এবং মানুষকে সেবা করার জন্য। আমি প্রচুর মানুষকে সাহায্য করতে চাই আর তা বিজেপিতে থেকেই সম্ভব বলে মনে করি। এছাড়া পাঁচ বছর পর এটা আমার কাছে ঘরে ফেরার মতো কারণ আমি ২০১৯ সালে লোকসভা ভোটে লড়াই করেছিলাম। বিজেপি সরকার খেলোয়াড়ের যেভাবে সম্মানিত করে তা দেখে অনুপ্রাণিত হয়েই আমি এই দলে যোগ দিয়েছে।"


বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে বিজেন্দ্র সিং যখন গেরুয়া শিবিরে যোগ দেন তখন সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে, রামবীর সিং বিধুরি ও রাজীব বব্বর। 


পাঁচ বছর আগে কংগ্রেসে যোগ দিয়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ দিল্লি আসন থেকে ভোটে লড়াই করেছিলেন আদতে হরিয়ানার ভিয়ানি জেলার বাসিন্দা বিজেন্দ্র। কিন্তু, সেবার বিজেপি প্রার্থী রমেশ বিধুরির কাছে পরাজিত হতে হয়েছিল তাঁকে। ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা যায়, ভোট পাওয়ার নিরিখে দ্বিতীয় স্থানে থাকা আম আদমি পার্টির রাঘব চাড্ডার পরে স্থান হয়েছিল তাঁর। 


সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেন্দ্র সিং-কে উত্তরপ্রদেশের মথুরা আসনের বিদায়ী সাংসদ ও বিজেপি প্রার্থী হেমামালিনীর বিপরীত দাঁড় করানো পরিকল্পনা নিচ্ছিল কংগ্রেস। কিন্তু, তাদের সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়ে বিজেপিতে যোগ দিলেন ২০১০ সালে খেলায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বক্সার।


রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, হরিয়ানার জাঠ সম্প্রদায়ের পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশ ও রাজস্থানে অনেক জনপ্রিয়তা রয়েছে বিজেন্দ্র সিং-এর। আসন্ন লোকসভা নির্বাচনে যার সুফল তোলার চেষ্টা করবে বিজেপি। তাই মনে করা হচ্ছে, তিনি এবার লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য বিজেপির হয়ে টিকিট না পেলেও বিভিন্ন জায়গায় প্রচারের কাজে তাঁকে ভালোভাবে ব্যবহার করবে গেরুয়া শিবির। যা কংগ্রেসে পক্ষে ক্ষতির কারণই হবে। 


গত ৩০ মার্চ নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এক লাইনের একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন বিজেন্দ্র। লিখেছিলেন, "মানুষ যা চায় তা করতে সবসময় প্রস্তুত রয়েছি আমি।" রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে তখন থেকেই ইঙ্গিত দিচ্ছিলেন বিজেন্দ্র। বুধবার তা বাস্তব হতে দেখা গেল। 


আরও পড়ুন: Rahul Gandhi: ওয়েনাডে জনসমুদ্রে ভাসলেন রাহুল, মনোনয়নপত্র জমা দিয়ে বাড়ি বাড়ি প্রচার, পাশে বোন প্রিয়ঙ্কা