IPO Listing: আজই তালিকাভুক্ত হল SRM Contractors-এর শেয়ার। আর তালিকাভুক্তির দিনেই বিপুল লাফ প্রিমিয়ামে। ৭ শতাংশ প্রিমিয়ামে উঠে গেল শেয়ারের দাম। তালিকাভুক্তির দিনেই বিপুল মুনাফা হল বিনিয়োগকারীদের।


কত টাকায় তালিকাভুক্ত হল


SRM Contractors আইপিও আজ ৩ এপ্রিল বাজারে তালিকাভুক্ত হল ২২৫ টাকায়। গত ২৮ মার্চ চালু হয়েছিল এই আইপিওর বিডিং, চলেছিল বিগত ১ এপ্রিল পর্যন্ত। তারপর আজ BSE ও NSE-তে তালিকাভুক্ত হল এই শেয়ার। মঙ্গলবারই সমস্ত বিনিয়োগকারীদের ডিম্যাট অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে এই শেয়ার।


কত মুনাফা হল


SRM Contractors IPO-র প্রতিটি লটে ৭০টি শেয়ার ধার্য হয়েছিল। আজ স্টক এক্সচেঞ্জে ২২৫ টাকা মূল্যে তালিকাভুক্ত হয়েছে এই শেয়ার। অর্থাৎ ৭ শতাংশ প্রিমিয়াম বেড়েছে এই শেয়ারের। একইসময় NSE-তে এই শেয়ার ২.৫ শতাংশ প্রিমিয়ামে ২১৫.২৫ টাকায় তালিকাভুক্ত হয়েছে। আইপিওর প্রাইসব্যান্ড রাখা হয়েছিল ২০০-২১০ টাকা আর এক লটে ছিল ৭০টি শেয়ার। অর্থাৎ বিনিয়োগকারীরা এক লটের জন্য বিনিয়োগ করেছিলেন ১৪,৭০০ টাকা। আর এই টাকার বিনিময়ে আজ তালিকাভুক্তির দিনে এক লটের মূল্য দাঁড়ায় ১৫,৭৫০ টাকা। অর্থাৎ এক লটে প্রথম দিনেই ১০৫০ টাকা উপার্জন করেছেন বিনিয়োগকারীরা।


বিপুল সাড়া মিলেছে


বাজার থেকে ১৩০.২০ কোটি টাকা তুলতে চেয়েছে SRM Contractors সংস্থা আর তাই জন্য আইপিও লঞ্চ করা হয়েছে। এখন এই সংস্থার আইপিওতে কোনও অফার ফর সেল ছিল না। ফলে ১৩০.২০ কোটি টাকার নতুন ইকুইটি শেয়ার ছাড়া হয়েছে বাজারে। NII-দের জন্য এই আইপিওটি ২১৫ বার সাবস্ক্রাইব হয়েছিল আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সাবস্ক্রাইব হয়েছিল ৫৯.৫৯ বার। খুচরো বিনিয়োগকারীরা এই আইপিও সাবস্ক্রাইব করেছিলেন ৪৬.৯৭ বার।


কত অর্ডার রয়েছে সংস্থার কাছে


রাস্তা থেকে শুরু করে টানেল নির্মাণের কাজও করে থাকে এই SRM Contractors সংস্থা। মূলত পরিকাঠামো নির্মাণের সঙ্গে যুক্ত এই সংস্থা। ২০২৩ সালের তথ্য অনুসারে এই সংস্থার কাছে ১২০০ কোটি টাকার অর্ডার ছিল। ফলে পরে যে সংস্থার লাভ আরও বাড়বে তা আন্দাজ করে নেওয়া যায়। শেয়ারের দামে কী প্রভাব পড়বে তা নিয়ে স্পষ্ট ধারণা করা যায়নি।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Ola Scooter: চালক ছাড়াই চলবে স্কুটার, নিজে থেকেই হবে চার্জিং ! নতুন মডেলে কী চমক দেবে ওলা ?