দলিত নেত্রীর বক্তব্য, কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার ওদের আগের প্রতিশ্রুতিগুলির মতোই লোকদেখানো, বিভ্রম বলে মনে হয়। নিজেদের দেওয়া প্রতিশ্রুতিরই উল্টো কাজকর্মের জন্য কংগ্রেসের আর কোনও বিশ্বাসযোগ্যতা অবশিষ্ট নেই জনগণের কাছে। প্রতিশ্রুতির খেলাপ করায় কংগ্রেস, বিজেপির কোনও প্রভেদ নেই।
রাহুল গাঁধী গতকাল কংগ্রেসের ভোটের ইস্তাহার প্রকাশ করে জানান, ক্ষমতায় এলে কাজের সৃষ্টি করা, কৃষকদের সমস্যা, অভাব অভিযোগ নিরসনে গুরুত্ব দেওয়া, একই হারের নমনীয় জিএসটি চালু করা, দরিদ্রতম পরিবারগুলিকে বছরে ৭২ হাজার টাকা করে দেওয়া, এগুলিই হবে তাঁদের অগ্রাধিকার। তার সমালোচনা করলেন মায়াবতী।
বিজেপি উত্তরপ্রদেশে সপা-বসপা-আরএলডি জোটকে ভয় পাচ্ছে বলে দাবি করে মায়াবতী বলেছেন, ওরা এতটাই আতঙ্কিত যে, কোনও ইস্যুর ওপর নয়, অযথা জোটের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জাতপাতগন্ধী মন্তব্য করছে। ওদের কথায় যেন প্ররোচিত না হন কেউ, ভোটে ভাল ফল করেই ওদের যোগ্য জবাব দিতে হবে।