লখনউ: কংগ্রেসের গতকাল ঘোষিত লোকসভা নির্বাচনের ইস্তাহারকে ‘শো অফ’ অর্থাত্ ‘নিজেদের জাহির করা’ বলে কটাক্ষ করলেন বহুজন সমাজ পার্টি (বসপা) নেত্রী মায়াবতী। ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি রূপায়ণ না করার প্রশ্নে কংগ্রেস, বিজেপির কোনও পার্থক্য নেই বলেও ট্যুইটে অভিযোগ করেছেন তিনি। মায়াবতীর মতে, অতীতের রেকর্ডের পরিপ্রেক্ষিতে কংগ্রেসের প্রতিশ্রুতির কোনও বিশ্বাসযোগ্যতাই নেই।



দলিত নেত্রীর বক্তব্য, কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার ওদের আগের প্রতিশ্রুতিগুলির মতোই লোকদেখানো, বিভ্রম বলে মনে হয়। নিজেদের দেওয়া প্রতিশ্রুতিরই উল্টো কাজকর্মের জন্য কংগ্রেসের আর কোনও বিশ্বাসযোগ্যতা অবশিষ্ট নেই জনগণের কাছে। প্রতিশ্রুতির খেলাপ করায় কংগ্রেস, বিজেপির কোনও প্রভেদ নেই।
রাহুল গাঁধী গতকাল কংগ্রেসের ভোটের ইস্তাহার প্রকাশ করে জানান, ক্ষমতায় এলে কাজের সৃষ্টি করা, কৃষকদের সমস্যা, অভাব অভিযোগ নিরসনে গুরুত্ব দেওয়া, একই হারের নমনীয় জিএসটি চালু করা, দরিদ্রতম পরিবারগুলিকে বছরে ৭২ হাজার টাকা করে দেওয়া, এগুলিই হবে তাঁদের অগ্রাধিকার। তার সমালোচনা করলেন মায়াবতী।



বিজেপি উত্তরপ্রদেশে সপা-বসপা-আরএলডি জোটকে ভয় পাচ্ছে বলে দাবি করে মায়াবতী বলেছেন, ওরা এতটাই আতঙ্কিত যে, কোনও ইস্যুর ওপর নয়, অযথা জোটের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জাতপাতগন্ধী মন্তব্য করছে। ওদের কথায় যেন প্ররোচিত না হন কেউ, ভোটে ভাল ফল করেই ওদের যোগ্য জবাব দিতে হবে।