নয়াদিল্লি: সংবিধান বদলানোর সাহস বিজেপির (BJP And Constitution) নেই, 'ন্যায় সঙ্কল্প যাত্রা'-র শেষ দিনে চ্যালেঞ্জ কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর (Congress MP Rahul Gandhi)। তাঁর আরও দাবি, কংগ্রেসের পাশে সত্য ও সাধারণ মানুষের শক্তি রয়েছে। রাহুলকে I.N.D.I.A. ব্লকের 'দায়ভার' বলে পাল্টা কটাক্ষ করে বিজেপি।


রাহুলের আক্রমণ ও পাল্টা...
আজ, রবিবার, মুম্বইয়ে 'ন্যায় সঙ্কল্প যাত্রার' শেষ দিন। মণি ভবন থেকে বিখ্যাত আগস্ট ক্রান্তি ময়দান পর্যন্ত 'পদযাত্রা' করেন রাহুল, পাশে ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক সনিয়া গাঁধী। পা মেলাতে দেখা যায় বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করকে। সেখান থেকেই ওয়েনাড়ের সাংসদকে বলতে শোনা যায়, 'বিজেপি প্রচুর আওয়াজ করে। কিন্তু সংবিধান বদলানোর মতো সাহস ওদের নেই। সত্য ও সাধারণ মানুষের শক্তি কংগ্রেসের পাশে রয়েছে।' বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে হালেই মনে করিয়েছিলেন, সংবিধান সংশোধনী পাশ করাতে সংসদের দুই কক্ষে কোনও দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার। 'কংগ্রেস যে সব বিকৃতি এবং অবান্তর যোগ করেছে, তা ঠিক করতেই এই সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।' সেই মন্তব্যের প্রেক্ষিতেই রাহুলের এদিনের মন্তব্য। তাঁর মতে, লড়াই কংগ্রেস বনাম বিজেপির নয়। রাহুল বলেন, 'এক পক্ষ মনে করে, দেশের সব কিছু কেন্দ্রীয় ভাবে নিয়ন্ত্রিত হবে, যেখানে মাত্র একজনই সব ব্যাপারে জানবেন। অন্য দিকে, আমরা মনে করি, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হওয়া দরকার। সাধারণ মানুষের কথা শোনা জরুরি।' তাৎপর্যপূর্ণভাবে এদিনই এক সাক্ষাৎকারে বিজেপির বর্ষীয়ান নেতা মুখতার আব্বাস নকভি অভিযোগ করেন, 'I.N.D.I.A. ব্লক ওদের জোটের পক্ষেই চ্যালেঞ্জ...নেতৃত্ব বা নীতি নিয়ে কোনও স্বচ্ছতা নেই। প্রত্যেকেই প্রধানমন্ত্রী হতে চান।' এই প্রসঙ্গে তাঁর আরও সংযোজন, 'রাহুল গাঁধী I.N.D.I.A. ব্লকের অন্যতম দায়ভার।'

ন্যায় সঙ্কল্প যাত্রা...
১৪ জানুয়ারি থেকে ১৭ মার্চ। মণিপুর থেকে মহারাষ্ট্র। রবিবার, মুম্বইয়ে চূড়ান্ত ক্লাইম্যাক্সের সাক্ষী থাকল কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর 'ন্যায় সঙ্কল্প যাত্রা'। একই সঙ্গে বিজেপি-বিরোধী I.N.D.I.A. ব্লকেরও ঐক্যের ছবি কিছুটা ধরা পড়ল এদিন। যাত্রার ৬৩ তম দিন, শনিবার, ঠানে থেকে মুম্বই পৌঁছন রাহুল। আজ, মুম্বইয়ে মণি ভবন থেকে বিখ্যাত আগস্ট ক্রান্তি ময়দান পর্যন্ত যাত্রা হয়। সামিল হন, কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাহুলের বোন প্রিয়াঙ্কা গাঁধীও। মোহনদাস কর্মচন্দ গাঁধী যখনই মুম্বইয়ে আসতেন, তখনই মণি ভবনে উঠতেন। এদিন সেই ঐতিহাসিক ভবন ঘুরে দেখেন রাহুল। প্রপৈাত্র তুষার গাঁধী ঘুরিয়ে দেখান রাহুলকে। 


 


আরও পড়ুন:‘BJP রাখতে পারল না’, বলেছিলেন সেবার, ২২ মাসেই ফের পদ্মমুখী অর্জুন, ব্রিগেডেই মন পরিবর্তন