নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে লোকসভা ভোটে জোট হচ্ছে কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্সের (এনসি)। বুধবার যৌথ সাংবাদিক সম্মেলন করে আসনরফার সিদ্ধান্ত জানিয়েছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ও এনসি-র অন্যতম প্রধান নেতা ফারুক আবদুল্লা। কংগ্রেস জম্মু ও উধমপুর লোকসভা আসন, এনসি শ্রীনগর লোকসভা কেন্দ্রে লড়বে বলে জানান তাঁরা। তবে অনন্তনাগ, বারামুলা আসনে রফা হয়নি। সেখানে দুদলের ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’ হবে। ফারুক জানান, লাদাখ লোকসভা আসন নিয়েও দুপক্ষের আলোচনা চলছে।
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর ৬ জন এমপি নির্বাচিত করে সংসদে পাঠায়।
গুলাম নবি বলেন, জাতীয় স্বার্থেই তাঁদের জোট হল। জম্মু ও কাশ্মীরের সামনে বিপদ পাকিস্তান। ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে জোরদার করবে এই জোট। নিজেকে বাঁচতে হবে, অন্যকেও বাঁচতে দিতে হবে। তাই জাতীয় স্বার্থে এটাই সবচেয়ে সেরা সিদ্ধান্ত। কংগ্রেস বা এনসি-র যে-ই জিতুক, সেটা হবে উভয়েরই জয়। জোট হওয়ার ফলে ধর্মনিরপেক্ষ ভোট ভাগ হবে না ও বিজেপির সুবিধা হবে না, এটা সুনিশ্চিত করা যাবে। ফারুক জোটের প্রার্থী হিসাবে লড়বেন শ্রীনগর লোকসভা আসনে। বর্তমানে কেন্দ্রের নির্বাচিত সাংসদ তিনি। কংগ্রেস নেতারা তাঁর হয়ে প্রচার করবেন বলে জানান গুলাম নবি।
গতকালই পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি কংগ্রেসের সঙ্গে আসনরফার সম্ভাবনা উড়িয়ে জানিয়ে দেন, তাঁরা ৬টি আসনেই প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। কংগ্রেস-পিডিপি জোটের ব্যাপারে মিডিয়ায় জল্পনা খারিজ করে তিনি বলেন, কংগ্রেসের সঙ্গে এ নিয়ে কোনও আলোচনাই হয়নি আমাদের। সবই জল্পনা, অনুমান। ওরা এনসি-র সঙ্গে জোট করতে চাইলে সেটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার।