কলকাতা: ভোটের বাংলায় করোনা আক্রান্ত আরও এক প্রার্থী। এবার করোনা আক্রান্ত হলেন শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। আজ, রাজ্যের ষষ্ঠ দফার নির্বাচনের দিন এই অডিও বার্তায় নিজেই এই খবর জানিয়েছেন তৃণমূল প্রার্থী।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতি মুহূর্তে আতঙ্ক বাড়াচ্ছে জনসাধারণের। এই পরিস্থিতিতে রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের ভোট পর্ব। আজ রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন ছিল এখনও বাকি দুই দফা নির্বাচন ৷ কিন্তু কমিশনের একদিনে ভোট করানোর কোনও পরিকল্পনা নেই। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক এবং রুপোলি পর্দার ব্যক্তিরা একের পর এক ভাইরাস আক্রান্ত হচ্ছেন।
ষষ্ঠ দফার ভোটের আগে করোনা আক্রান্ত হন খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা। বেলেঘাটা আইডি-তে ভর্তি করা হয় তাঁকে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। আক্রান্ত হয়েছেন সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তী এবার ভোটের প্রচারে সামনের সারিতেই ছিলেন। আপাতত করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বনগাঁ লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও করোনা আক্রান্ত হয়েছেন৷ তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তিনি ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডিতে ৷ করোনা আক্রান্ত কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার মৌসমের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। এই নিয়ে দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন তিনি।
করোনার দ্বিতীয় ঢেউয়ে শাসক এবং বিরোধী শিবিরের একের পর এক নেতা প্রার্থী করোনা আক্রান্ত হয়েছেন। লালদুর্গে একের পর এক করোনার থাবা বসেছে। এর আগে রাজ্যে একাধিক প্রার্থী করোনা আক্রান্ত হন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর।
এদিকে, ভোটের মধ্যেই রাজ্যে আরও বেলাগাম করোনা। রাজ্যে একদিনে করোনা সংক্রমিত প্রায় ১২ হাজার ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৪৮ জন। গত ২৪ ঘণ্টায় সারা রাজ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের। শুধুমাত্র উত্তর ২৪ পরগনা এবং কলকাতাতেই ৫ হাজারের বেশি সংক্রমিত। রাজ্যে সংক্রমণের তুলনায় কমল সুস্থতার হারও। সুস্থতার হার আরও কমে ৮৯ শতাংশ। শুধু কলকাতাতেই একদিনে সংক্রমিত ২৬৪৬। গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু। অন্যদিকে উঃ ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ২৩৭২ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। হাওড়া, হুগলি, নদিয়া, দঃ ২৪ পরগনাতেও লাগামছাড়া সংক্রমণ।