রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: নির্বাচনের (Panchayat Election 2023) মুখেও থামছে না রক্তপাত। এবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আক্রান্ত সিপিএম প্রার্থী (CPM Candidate Attacked), তাঁর ছেলে ও জামাই। অভিযোগ, একেবারে বাড়িতে ঢুকে মির্জাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী বদর শেখ, তাঁর ছেলে এবং জামাইকে এলোপাথাড়ি কোপ (Struck With Weapon) মেরে খুনের চেষ্টা করল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কোনও অভিযোগ মানতে চায়নি তৃণমূল। 


কী জানা গেল? 
আজ সকালে রঘুনাথগঞ্জ ১ ব্লকের মির্জাপুর ১ গ্রাম পঞ্চায়তের সাদিকপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, বদর শেখের বাড়িতে চড়াও হয়ে সিপিএম প্রার্থীকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাধা দিতে এলে আক্রান্ত হন সিপিএম প্রার্থীর ছেলে মহবুল শেখ ও জামাই। গুরুতর জখম অবস্থায় বদর শেখকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আনা হয়। বাকি দু'জনকেও সেখানেই নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ এনেছে সিপিআই(এম)। সবটাই অস্বীকার করেছে জোড়াফুল শিবির। এদিনই আবার বীরভূমের মহম্মদবাজারের সারেন্ডা গ্রামে এক নির্দল প্রার্থীর স্বামীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির কাছেই মাঠ থেকে ওই ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় আজ। গ্রামবাসীদের দাবি, দেহের কাছেই পড়েছিল গুলির খোল। মৃতের নাম দিলীপ মাহারা। তাঁর স্ত্রী বিক্ষুব্ধ তৃণমূল কর্মী ছবি মাহারা। এবার টিকিট না পেয়ে হিংলো গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। অভিযোগ, মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল তৃণমূল। হুমকিও দেওয়া হয়। পুলিশকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। পরিবারের দাবি, এর মধ্যেই গতকাল সন্ধে থেকে নিখোঁজ হয়ে যান নির্দল প্রার্থীর স্বামী। আজ সকালে তাঁর দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। 


অশান্তির অভিযোগ দিকে দিকে...
কবে থামবে এই অশান্তি? ভোটের দোরগোড়ায় দাঁড়িয়েও যে ভাবে রাজ্যের নানা প্রান্ত থেকে একের পর এক হিংসার খবর এসে চলেছে, তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পঞ্চায়েত নির্বাচন নির্বিঘ্নে হবে তো? শুধু শাসকদল নয়, হামলার অভিযোগে বেশ কিছু জায়গায় সন্দেহের তির বিরোধীদের দিকেও। এদিনই যেমন বীরভূমের ময়ূরেশ্বরে তৃণমূল প্রার্থীর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। ডাবুক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী আপেল হক। তাঁর দাবি, গতকাল রাতে প্রচার সেরে ফেরার সময়, তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্যে বচসা হয়।  তৃণমূল প্রার্থীর অভিযোগ, তার জেরেই বাড়িতে ঢোকার মুখে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে সিপিএমের দুষকৃতীরা। প্রাণে মারার চেষ্টা হয়েছে বলে অভিযোগ তৃণমূল প্রার্থী। সিপিএম প্রার্থী সাজিরুল শেখের দাবি, উল্টে তৃণমূল প্রার্থীই বাম কর্মী, সমর্থকদের মারধর করেন। 


আরও পড়ুন:স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জরুরি তথ্যগুলো জেনে রাখুন