কলকাতা: আগামীকাল রাজ্যে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা। ৪টি জেলার ৬২টি আসনে ভোটগ্রহণ। ভাগ্য পরীক্ষা ৩৪ জন মহিলা সহ ৪১৮ জন প্রার্থীর।
দফা ৪, জেলা ৪। বৃহস্পতিবার রাজ্য বিধানসভা নির্বাচনে ভোটের লাইনে কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমান।
সকাল ৭টা থেকে ভোটগ্রহণ ৬২ টি বিধানসভা আসনে। কলকাতায় ভোট ৭টি আসনে। মুর্শিদাবাদে ভোট ২২টি আসনে, ১৭ টি বিধানসভা আসনে ভোট নদিয়ায় এবং বর্ধমানে ভোট ১৬টি আসনে।
কলকাতার যে ৭টি আসনে ভোট সেগুলি হল, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা ও কাশীপুর-বেলগাছিয়া।
চতুর্থ দফার ভোটে ৩৪ জন মহিলা সহ প্রার্থী সংখ্যা ৪১৮। ১৬ হাজার ৪৬১ টি ভোটকেন্দ্রে তাঁদের ভাগ্য পরীক্ষা ১ কোটি ৩৭ লক্ষ ৪২ হাজার ভোটারের হাতে।
১৮ হাজার ৯৩০ টি ভোটযন্ত্রে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন ভোটাররা।
ভোট ঠিক জায়গায় পড়ল কি না, তা পরীক্ষা করে দেখতে পারেবেন ভোটাররা। তার জন্য থাকছে ১ হাজার ২১৪টি ভিভিপ্যাট।
ভোটার সংখ্যার বিচারে চতুর্থ দফায় সব থেকে বড় বিধানসভা কেন্দ্র রাণাঘাট দক্ষিণ। ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৬ হাজার ৮৬০। ভোটার সংখ্যার বিচারে সব থেকে ছোট কেন্দ্র কলকাতার শ্যামপুকুর। ভোটার ১ লক্ষ ৭১ হাজার ৮ জন।
আয়তনের বিচারে সব থেকে বড় বিধানসভা কেন্দ্র বর্ধমানের আউসগ্রাম। আয়তন ৬১০ বর্গ কিলোমিটার।
প্রার্থী সংখ্যার বিচারে সব থেকে বড় কেন্দ্র মুর্শিদাবাদের ডোমকল ও জলঙ্গি। এই দু’টি কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বীর সংখ্যা ১২। প্রার্থী সংখ্যার বিচারে ছোট বিধানসভা কেন্দ্র বর্ধমান দক্ষিণ ও গলসি। দু’টি আসনেই প্রার্থী সংখ্যা মাত্র ৩।
বৃহস্পতিবার চতুর্থ দফার ভোটগ্রহণ কলকাতা সহ চার জেলায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Apr 2016 02:47 PM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -