কলকাতা: ছাত্রজীবন থেকেই রাজনীতিতে। দলের যুব শাখা, আইটি সেলের দায়িত্ব সামলেছেন, আবার দলের প্রচারে লিখেছেন গানও। তবে এবার একেবারে গুরুদায়িত্ব দেবাংশু ভট্টাচার্যের কাঁধে। মমতার স্নেহধন্য দেবাংশুকে এবারের লোকসভা নির্বাচনে তমলুকে প্রার্থী করেছে তৃণমূল। সেখানে দেবাংশুর প্রতিদ্বন্দ্বী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা অধুনা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যাঁকে ইতিমধ্যেই হেভিওয়েট নেতা বলে সম্বোধন করতে শুরু করেছেন অনেকে। দেবাংশু যদিও প্রচারে কোনও খামতি রাখছেন না। তমলুক থেকে নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দিলেন তিনি, তাতে নিজের আয়, সম্পত্তির খতিয়ান তুলে ধরেছেন। (Debangshu Bhattacharya Assets)


নির্বাচন কমিশনকে দেবাংশু জানিয়েছেন, ২০২০-’২১ সালে তাঁর আয় ছিল ৪ লক্ষ ৯৯ হাজার ৯৮০ টাকা, ২০২১-’২২ সালে ৪ লক্ষ ৯৭ হাজার ৪৯০ টাকা এবং ২০২২-’২৩ সালে ৪ লক্ষ ৯৯ হাজার ৮২০ টাকা। (Debangshu Bhattacharya Affidavit)


দেবাংশু জানিয়েছেন, ২০২১ সালের ৭ অগাস্ট ত্রিপুরার তাঁর তেলিয়ামুরাতে তাঁর বিরুদ্ধে মহামারি আইনে মামলা দায়ের হয়। সরকারি কর্মীর নির্দেশ অমান্য, অতিমারি বিপর্যয় আইন লঙ্ঘন ধারায় মামলা দায়ের হয় দেবাংশুর।


একনজরে দেবাংশুর সম্পত্তি



  • অস্থাবর-১৮ লক্ষ ৩০ হাজার ৭৬৪ টাকা

  • স্থাবর- নেই

  • ঋণ- নেই


টাকা-পয়সার হিসেব দিতে গিয়ে দেবাংশু জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর হাতে নগদ ৫৬ হাজার টাকা রয়েছে। HDFC ব্যাঙ্কে ৩০ হাজার ৭৫১, SBI-তে ৫ লক্ষ ৪৩ হাজার ৫১২ টাকা পড়ে রয়েছে তাঁর। নির্বাচনী খরচ-খরচার জন্য পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫ হাজার টাকা রয়েছে।


পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে ৫০০ টাকা রয়েছে। ২ লক্ষ টাকার জীবন বিমা করিয়েছেন দেবাংশু। কোনও বন্ধুকে ধার দিয়েছেন ৯ লক্ষ ৯৫ হাজার টাকা। সবমিলিয়ে দেবাংশুর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৮ লক্ষ ৩০ হাজার ৭৬৪ টাকা।


আয়ের উৎসের হিসেবে কমিশনকে দেবাংশু জানিয়েছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করেন। ফ্রিল্যান্সার হিসেবে আয় করেন। সুদবাবদ আয় রয়েছে। ২০১৭ সালে Elite Institute of Engineering & Management থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেন দেবাংশু।


এই মুহূর্তে প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন দেবাংশু। নন্দীগ্রামে গিয়ে বেশ কয়েক বার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে। লাগাতার আক্রমণের মুখেও পড়তে হচ্ছে, তবে হাল ছাড়ছেন না তৃণমূলের তরুণ তুর্কি। হেভিওয়েট প্রতিপক্ষকে হারানো নিয়ে আত্মবিশ্বাসী তিনি।