কলকাতা: ইডি গ্রেফতারি (ED Arrest) নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে  আবেদন প্রত্যাহার করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal)। দিল্লি আবগারি মামলায় (Liquor Policy Case Arrest) ইডির গ্রেফতারি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কেজরিওয়াল। সেই আবেদনই প্রত্যাহার করে নিলেন তিনি।


সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছেন, 'নিম্ন আদালতে মামলার শুনানি হবে, সে জন্য আবেদন প্রত্যাহার করা হয়েছে।'


উত্তপ্ত দিল্লি:
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি ঘিরে লোকসভা ভোটের ঠিক আগে উত্তপ্ত দিল্লি। দিল্লির বিভিন্ন জায়গায় আম আদমি পার্টি বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশের সঙ্গে আপ নেতা-কর্মীদের তুমুল ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। দিল্লির মন্ত্রী অতিশীর সঙ্গে বচসা-ধস্তাধস্তি পুলিশের। আজ রাউস অ্যাভিনিউ কোর্টে কেজরিওয়ালকে পেশ করবে ইডি। সূত্রের খবর, দিল্লির মুখ্যমন্ত্রীকে ১০ দিনের জন্য হেফাজতে চাইবে ইডি। আবগারি দুর্নীতি মামলায় গতকাল ইডি গ্রেফতার করেছে অরবিন্দ কেজরিওয়ালকে।


সরব মমতা:
ভোটের মুখে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করার প্রতিবাদে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। X হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, 'দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির তীব্র নিন্দা করছি। বিরোধী মুখ্যমন্ত্রীদের টার্গেট করে গ্রেফতার করা হচ্ছে। আজ নির্বাচন কমিশনে প্রতিবাদ জানাতে যাচ্ছেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। তৃণমূলের তরফে যাচ্ছেন ডেরেক ও নাদিমুল হক। দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়ালকে সমবেদনা জানিয়েছি।'


 






ভোটের মুখে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের প্রতিবাদে সরব হয়েছেন বিভিন্ন বিরোধী দলের নেতারা। কেন্দ্রের বিজেপি সরকার বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য সব কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বলে ফের অভিযোগ জানিয়েছে তারা। অরবিন্দ কেজরিওয়ালকে সবরকম আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কংগ্রেস।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?