কলকাতা: ব্যক্তিগত আক্রমণ, ঘৃণাভাষণ যখন রাজনীতির পরিচয় হয়ে দাঁড়িয়েছে, সেই সময়ও সৌজন্যের কথা বলেন তিনি। প্রতিপক্ষকে আক্রমণ, কটাক্ষের সমর্থক নন একেবারেই। ভোটগ্রহণ ঘিরে যখন চরম টানাপড়েন চলছে, সেই সময়ও স্থিতধী ছিলেন। হাতেনাতে তার ফলও পেয়েছেন তৃণমূলের তারকা নেতা, তৃতীয় বারের জন্য সাংসদ হিসেবে শপথ নিতে চলা দেব। জয়ের পরও সেই অবস্থানই বজায় রাখলেন তিনি। (Dev on Hiran)


২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য ঘাটালে জয়ী হয়েছেন দেব। নায়কের এই সাফল্যে উচ্ছ্বসিত দল এবং তাঁর অনুরাগীরা। বুধবার কলকাতায় দেবের আবাসনেও উৎসবের আমেজ চোখে পড়ে। আবাসনের বাসিন্দারা দেব এবং তাঁর সতীর্থ তথা তৃণমূলের আর এক বিজয়ী প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্য় বিশেষ আয়োজন করেন। (Lok Sabha Elections 2024)


এদিন আবাসনে কেক কাটেন দেব ও রচনা। সকলের সঙ্গে আলাপচারিতা সেরে এবিপি আনন্দেরও মুখোমুখি হন দেব। তৃতীয় বারের জয়ে যে দায়িত্ব আরও বেড়ে গেল, তা স্বীকার করেন নেন। তিনি সাংসদ হিসেবে এবার কোন কাজ প্রাধান্য পাবে, তাও জানান। দেব বলেন, "ঘাটাল মাস্টার প্ল্যান আমার প্রথম লক্ষ্য। যত সম্ভব দ্রুত তার রূপায়ণের যায়, সেই চেষ্টা করব। পাশাপাশি পাঁশকুড়া-ঘাটাল-আরামবাগ রেল প্রকল্পে কেন্দ্রের অনুমোদন পাওয়ার চেষ্টা করব।"


আরও পড়ুন: Rachna Banerjee: 'সাধারণ জীবনেই অভ্য়স্ত, সাংসদ নয়, দিদি হয়ে থাকতে চাই', জয়ের পর বললেন রচনা


দেব জানান, যত ভোটে জিতবেন, তত গাছ লাগাবেন বলে কথা দিয়েছিলেন তিনি। সেই মতো ইতিমধ্যেই ২ লক্ষ গাছের বরাত দিয়ে দিয়ে দিয়েছেন। সেগুলি এসে পৌঁছলেই গাঠ লাগানোর কাজ শুরু হবে। যে হারে গরম বাড়ছে, বিশ্ব উষ্ণায়ন যে পর্যায়ে পৌঁছেছে, তা ঠেকাতে গাছ লাগানোর উপর জোর দিতে হবে বলে মত দেবের। শুধু তাই নয়, তীব্র দাবদাহে বিভিন্ন জায়গায় যে জলের সঙ্কট দেখা দিয়েছে, তা মেটানোর জন্যও পথ বের করতে হবে বলে জানান। 


ঘাটালে এবার দেবের মুখোমুখি ছিলেন বিজেপি-র প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। প্রচারপর্বে হিরণ ধারাল অস্ত্র শানালেও, দেবের মুখে কুকথা শোনা যায়নি। হিরণ সম্পর্কে প্রশ্ন করলে এদিন দেব বলেন, "ও আমার শত্রু তো নয়! আমি একটা দলে আছি বলে, বাকিরা শত্রু, একেবারেই নয়। ওঁকে শুভেচ্ছা জানাই। জীবনে যা-ই করুন, শুভেচ্ছা রইল।"


মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে দেবের। শীঘ্রই বৈঠকও রয়েছে। দেব জানিয়েছেন, ২০১৯ সালের চেয়ে দল ভাল ফল করবে বলে আগেই জানিয়েছিলেন তিনি। এভাবে পাশে থাকার জন্য ঘাটাল এবং বাংলার মানুষকে ধন্যবাদ জানান দেব। বাংলার মানুষ যে রায় দিয়েছেন, তা অভিনব বলেও মন্তব্য করেন দেব।