কলকাতা: দূরত্ব চওড়া হওয়ার পরও তমলুকে তৃণমূলের সাংসদ পদ ছাড়েননি। এবার বিজেপি-তে যোগ দিতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। বৃহস্পতিবার দিল্লি পৌঁছে, শুক্রবার পদ্মপতাকা হাতে তুলে তে পারেন তিনি। সেই নিয়ে শোরগোলের মধ্যেই এবিপি আনন্দে মুখ খুললেন দিব্যেন্দু। জানালেন, তৃণমূলে কষ্ট পেয়েছেন তিনি। (Dibyendu Adhikari)


দিল্লি গিয়ে বিজেপি-তে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন অর্জুন সিংহ। তাঁর সঙ্গেই দিব্যেন্দু গেরুয়া শিবিরে যোগ দেবেন বলে খবর। সেই নিয়ে এদিন এবিপি আনন্দে মুখ খোলেন দিব্যেন্দু। তৃণমূলের সাংসদ পদ না ছাড়লেও, দলের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই বলে জানিয়ে দেন। দিব্যেন্দু বলেন, "তৃণমূলের সঙ্গে আমি নেই। ২০২১ সালের পর থেকে নেই আমি।" কেন নেই জানতে চাইলে দিব্যেন্দু বলেন, "কষ্ট, যন্ত্রণা, ব্যথা...।" (Lok Sabha Elections 2024)


তৃণমূলে থেকে কী কষ্ট, যন্ত্রণা পেয়েছেন, তা যদিও বিশদে জানাননি দিব্যেন্দু। পদ্মপতাকা হাতে তুলে নেওয়া নিয়েও স্পষ্ট ভাবে কিছু জানাননি। কালই সব জানা যাবে বলে জানান। তাহলে কি  বিজেপি-র প্রার্থী হয়ে লোকসভা নির্বাচনে লড়বেন দিব্যেন্দু? জবাবে বলেন, "কোনও রাজনৈতিক দল যখন সিদ্ধান্ত নেয়, সর্বোচ্চ ফোরাম থাকে। প্রার্থী হওয়া, না হওয়া বড় কথা নয়। তৃণমূলে প্রার্থী হব বলে প্রত্যাশা করিনি। কিন্তু প্রার্থী হয়েছিলাম। অন্য দলে গেলে, কাজ করার সুযোগ থাকে যদি, যদি কাজ করার সুযোগ দেয়, পোস্টার লাগানোর কাজ দিতে পারে, পতাকা বাঁধতে বলতে পারে, মঞ্চ সাজাতে বলতে পারে না, যে কাজই দিক, কোনও কাজতেই ছোট বলে মনে করি না।"


আরও পড়ুন: WB By-Election: লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভা উপনির্বাচন? সিদ্ধান্ত কাল


BJP-তে যোগ দেওয়ার খবরে নিজে থেকে সিলমোহর না দিলেও দিব্যেন্দু জানান, রাজনৈতিক পরিবারে জন্ম তাঁর, স্বাধীনতা সংগ্রামীর রক্ত রয়েছে শরীরে। মানুষকে মর্যাদা দিতে জানেন তাঁরা। যে দলেই থাকুন না কেন, সেই দলকে উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তৃণমূল ছেড়ে বিজেপি-তে গিয়ে কি তাহলে রাজনীতিতে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন দিব্যেন্দু? তাঁর বক্তব্য, "ইনিংস তো চলছেই। ব্যাটে-বলে অনেক খেলেছি। ক্রিকেট জানি, ফুটবল জানি, ভলিবলও খেলতে পারি। শীতকালে টেবিল টেনিস খেলি। সব খেলাই খেলব।" 


দিব্যেন্দু জানিয়েছেন, তিনি অরাজনৈতিক ব্যক্তি নন। আগামী কালের পরই সব স্পষ্ট হয়ে যাবে। তার পর মাঠে-ময়দানে আবার দেখা যাবে তাঁকে। সাধারণ মানুষের সঙ্গে সাধারণ হয়ে থাকতে চান তিনি। মাঠে-ময়দানে মানুষের সঙ্গে মিশতে, বসে চা পান করতে পছন্দ করেন। তবে দিব্যেন্দু রাখঢাক করলেও, তাঁর দাদা শুভেন্দু জানিয়েছেন, দলের সাধারণ কর্মী হিসেবে কাজ করতে চান দিব্যেন্দু। তমলুকের প্রার্থী হওয়া নিয়ে কিছু ঠিক হয়নি। আগামী কাল দিল্লিতে বিজেপি-তে যোগদানের কথা অর্জুনেরও। তবে অর্জুনের সঙ্গে তাঁর কথা হয়নি বলে জানিয়েছেন। পাশাপাশি দিব্যেন্দু জানিয়েছেন, বর্তমানে দেশকে নেতৃত্ব দিচ্ছেন যিনি, তাঁর নেতৃত্বে ভাল ফল হবে। সরাসরি নাম না করলেও, তাঁর ইঙ্গিত বিজেপি-র দিকে বলেই মনে করছে রাজনৈতিক মহল।