কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনের সঙ্গেই বাংলার দুই বিধানসভা কেন্দ্র উপনির্বাচন। বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে নির্বাচন কমিশন। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক রয়েছে। সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠক করবে নির্বাচন কমিশন। সেই বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে বলে কমিশন সূত্রে খবর। (WB By-Election)


দিন ক্ষণ ঘোষণা না হলেও, লোকসভা নির্বাচন ঘিরে পারদ চড়ছে রাজ্য রাজনীতির। সেই আবহেই লোকসভা নির্বাচনের সঙ্গে দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করানো নিয়ে আলোচনা শুরু হয়েছে। মুর্শিদাবাদের ভগবান গোলা এবং বরানগর কেন্দ্রে উপনির্বাচন হবে। ভগবানগোলার প্রাক্তন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলির মৃত্যু হয়েছে। বরানগরে তৃণমূলের হয়ে জয়ী হওয়া তাপস রায় ইস্তফা দিয়েছেন বিধায়ক পদ থেকে। তিনি বিজেপি-তে যোগ দিয়েছেন। (Lok Sabha Elections 2024)


ভগবানগোলা কেন্দ্রের বিধায়ক ছিলেন ইদ্রিশ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় করোনার সঙ্গে যুঝছিলেন তিনি। সেই মতো প্রচারে দেখা যায়নি তাঁকে। তবে ফলাফল বেরোতে দেখা যায়, বিপুল ভোটে জয়ী হয়েছেন ইদ্রিশ। ভগবানগোলায় প্রায় ১ লক্ষ ভোটের ব্য়বধানে জয়ী হয়েছিলেন ইদ্রিশ। কিন্তু নির্বাচনে জয়ী হলেও, রাজনীতিতে আর সেভাবে সক্রিয় হতে পারেননি ইদ্রিশ। শরীর ক্রমশ ভাঙতে শুরু করে তাঁর। শারীরিক অসুস্থতার জেরে এবছর রাজ্য সরকারের বাজেট অধিবেশনে যোগ দিতেও বিধানসভায় আসতে পারেননি ইদ্রিশ। হাঁটাচলা করার ক্ষমতাও তিনি হারিয়েছিলেন বলে সেই সময় শোনা যায়।


আরও পড়ুন: Dibyendu Adhikari: খাতায়কলমে এবার বিজেপি-তে শুভেন্দুর ভাই, দিল্লিতে অর্জুনের সঙ্গেই যোগদান?


কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক জীবনের সূচনা করেন ইদ্রিশ। সোমেন মিত্রের ঘনিষ্ঠ ছিলেন তিনি। সোমেনের ধরেই তৃণমূলে আগমন। ২০১১ সালে জলঙ্গী থেকে প্রার্থী হলেও জয়ী হননি। পরে ২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে জয়ী হন। এর পর উলুবেড়িয়ে পূর্ব থেকে উপনির্বাচনে জয়ী হয়ে বিধানসভায় যান। ২০২১ সালে প্রার্থী হন ভগবানগোলায়। ১৬ ফেব্রুয়ারি মারা যান তিনি। 


অন্য দিকে, ২০১১ সাল থেকে বরানগরের বিধায়ক ছিলেন তাপস। ২০১৬, ২০২১ সালেও জয়ী হন তিনি। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সম্প্রতি বিজেপি-তে যোগ দিয়েছেন তিনি। ইস্তফা দিয়েছেন বিধায়ক পদ থেকে। ফলে শূন্য রয়েছে আসন। তাই একই সঙ্গে ভগবানগোলা এবং বরানগরে উপনির্বাচন করানোর কথা চলছে।