ভোপাল: প্রবীণ নেতা দিগ্বিজয় সিংহকে ভোপাল লোকসভা আসনে প্রার্থী করছে কংগ্রেস। গত তিনটি দশক ধরে ভোপাল বিজেপির শক্ত ঘাঁটি। শনিবার এখানে কংগ্রেসের উদ্যোগে হোলি মিলন অনুষ্ঠানে দিগ্বিজয়কে সেখানে প্রার্থী করার কথা ঘোষণা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। সপ্তাহখানেক আগে কমলনাথ বলেছিলেন, লোকসভা নির্বাচনে লড়তে চাইলে রাজ্যে ‘সবচেয়ে কঠিন’ আসনে দাঁড়ান দিগ্বিজয়। পরদিনই দিগ্বিজয় কমল নাথের সেই ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করছেন বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী। ট্যুইট করেন, চ্যালেঞ্জ নেওয়া আমার স্বভাব।
১৯৭১ থেকে ১৯৭৭, ১৯৮০ থেকে ১৯৮৪ পর্যন্ত ভোপাল লোকসভা আসনে প্রতিনিধিত্ব করেছিলেন শঙ্করদয়াল শর্মা, যিনি ১৯৯২ থেকে ১৯৯৭ পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন। ১৯৮৯ থেকে সেখানে একটানা জিতে আসছে বিজেপি। কংগ্রেস সেখানে শেষ জিতেছিল ১৯৮৪-তে।
আজ কমলনাথ বলেন, আমার পকেটে প্রার্থীতালিকা আছে, কিন্তু তা প্রকাশ করতে পারছি না। তবে একটাই ঘোষণা করছি, কংগ্রেসের নির্বাচন কমিটি গতকাল ভোপালে দিগ্বিজয় সিংজির নাম চূড়ান্ত করেছে। আমি ওনাকে অনুরোধ করেছিলাম, এতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, সুতরাং যদি বলেন, রাজগড় (দিগ্বিজয়ের নিজের কেন্দ্র) থেকে লড়বেন, তবে সেটা আপনাকে মানায় না। তাঁকে ভোপাল, ইন্দোর, জব্বলপুরের মতো যে কোনও কেন্দ্রে লড়তে বলেছিলেন বলে জানান কমলনাথ। বলেন, উনি আমায় সিদ্ধান্ত নিতে বললে আমি ভোপাল থেকে লড়তে বলি।
১৯৯৩ থেকে ২০০৩ পর্যন্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকা দিগ্বিজয় এখন রাজ্যসভা সদস্য। বর্তমানে ভোপাল কেন্দ্রটি বিজেপির অলোক সঞ্জরের দখলে। ২০১৪-য় তিনি ৩.৭০ লক্ষ ভোটে সেখানে জয়ী হন। অতীতে ভোপালে নির্বাচিত হয়েছেন সুশীল চন্দ্র বর্মা, উমা ভারতী, কৈলাশ জোশীর মতো বিজেপির বাঘা নেতা-নেত্রীরা।
১৯৯১-এ এই কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়ে হেরে গিয়েছিলেন প্রয়াত প্রাক্তন ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি।
শেষ জিতেছিল ১৯৮৪-তে, সেই ভোপাল লোকসভা কেন্দ্রে দিগ্বিজয় সিংহকে টিকিট দিল কংগ্রেস
Web Desk, ABP Ananda
Updated at:
23 Mar 2019 06:09 PM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -