রঞ্জিত সাউ, কলকাতা :  ভোটপর্ব পার। এবার খোশ মেজাজে দিলীপ ঘোষ। অপেক্ষা এবার ৪ জুনের। তবে ফল কী হবে, এখন থেকেই বলে দিচ্ছেন দিলীপ ঘোষ। নিজের জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী তিনি। তাই বুধের সকালে তাঁকে পাওয়া গেল ফুরফুরে মেজাজে। কলকাতায় ফিরেই খোশ মেজাজে ক্রিকেট খেললেন বিজেপি প্রার্থী। এর আগেও ব্যাট হাতে গা ঘামিয়েছিলেন তিনি আর ভোটের ময়দানে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটদলের খেলোয়াড় ,তাঁর প্রতিপক্ষ কীর্তি আজাদকে। 


সাত সকালে  প্রাতঃভ্রমণে ফুরফুরে মেজাজে ব্যাট হাতে মাঠে নামলেন। সদ্য সমাপ্ত হওয়া চতুর্থ দফা ভোটের ক্লান্তির রেশ একেবারেই নেই চোখে মুখে। খেলাধুলোর পর ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ফের আক্রমণ শানালেন তিনি। বললেন, 'শাহজাহানের টাকার অঙ্ক যত বাড়ছে, আপনার ভোট তত কমছে।' দিলীপের মতে, তৃণমূল বা INDIA জোট সারা দেশে আসন সংখ্যা ১৫০ পার করতে পারবে না। 'আগেও বোকা বানানোর চেষ্টা করে হেরেছেন। তৃণমূল শুয়ে পড়বে, পার্টি অফিসে দরজা খোলার লোক থাকবে না' মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন নিয়ে ভবিষ্যদ্বাণীকে খোঁচা দিয়ে বললেন দিলীপ ঘোষ। 


ভোটের দিন তৃণমূল বনাম দিলীপ ঘোষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মন্তেশ্বর। গাড়ি থেকে নেমে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য 'দিলীপ ঘোষ নিজের জোরে জেতে, বাকিরা পার্টির জোরে সব ছেড়ে দিয়েছেন'।  সেই সঙ্গে দিলীপের উল্লেখযোগ্য মন্তব্য, 'অনেকেই লড়াই করছেন না'। তাহলে কি এবার দলেরই অন্য প্রার্থীদের লড়াই সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দিলীপ? 


দিলীপ বলেন, 'বর্ধমান দুর্গাপুরে তৃণমূল ভেবেছিল এমনিই জিতে নেবে, সেটা করতে দিইনি। গুন্ডাদের রুখে দিয়েছি, চুপচাপ চলে এলে কিছুই হত না'। তবে তিনি চুপ থাকার পাত্র নন, সেদিনও বলেছেন বললেন এদিনও। 


গত ১৩ মে ছিল দিলীপের কেন্দ্রে ভোটগ্রহণ। মন্তেশ্বর থেকে বর্ধমান শহরে চতুর্থ দফার ভোটে দিনভর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। দফায় দফায় হাতাহাতি হয়  দুপক্ষের। মারে মাথা ফাটে দিলীপ ঘোষের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের। ভাঙচুর করা হয় বিজেপি প্রার্থীর কনভয়ের গাড়ি। যদিও ভোটের দিন সকালেই কোলাকুলি করে সৌজন্য় বিনিময় করতে দেখা গিয়েছিল, তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ও দিলীপ ঘোষকে। কিন্তু সেই মাধুর্য আর দিনের শেষ অবধি স্থায়ী হয়নি। 


আরও পড়ুন :


আর চারদিন পরই দেশে ঢুকে পড়ছে বর্ষা, বাংলায় কবে শুরু বৃষ্টি?