বারাণসী: বিএসএফ থেকে বরখাস্ত জওয়ান তেজবাহাদুর যাদবের মনোনয়নপত্র বাতিল। বারাণসী লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তাঁকে প্রার্থী করেছিল সমাজবাদী পার্টি (সপা)। সেখানে মায়াবতী, অখিলেশ, অজিত সিংহের জোটের টিকিট দেওয়া হয় তাঁকে। সপা আগে যে শালিনী যাদবের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল, তাঁকে সরিয়ে তেজবাহাদুরকে প্রার্থী করা হয়। কিন্তু তাঁর দাখিল করা দুই সেট মনোনয়ন পত্রে ‘অসঙ্গতি’র উল্লেখ করে আজ তাঁর মনোনয়ন খারিজ করে নির্বাচন কমিশন। এ নিয়ে তাঁকে নোটিস দিয়ে আজ সকাল ১১টার মধ্যে জবাব পেশ করতে বলেন বারাণসীর রিটার্নিং অফিসার সুরেন্দ্র সিংহ। তিনি নোটিসে বলেন, দুর্নীতি না সরকারের প্রতি আনুগত্যের অভাব, কীসের জন্য আপনাকে বরখাস্ত করা হয়, সেটা জানান।
এদিকে তেজবাহাদুরের মনোনয়ন ঘিরে বিতর্কের মধ্যেই শালিনী দাবি করেন, তিনিই এখনও দলের সরকারি প্রার্থী।
জানা গিয়েছে, ২৪ এপ্রিল দেওয়া প্রথম সেটের কাগজপত্রে তেজবাহাদুর উল্লেখ করেন, বিএসএফ থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু ২৯ এপ্রিল সপা প্রার্থী হিসাবে পেশ করা মনোনয়নের নথিতে তিনি এই তথ্যের উল্লেখ করেননি। তাঁকে বরখাস্তের কারণ জানিয়ে বিএসএফের নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দাখিল করতেও বলা হয়।
তেজবাহাদুরও বলেন, ২৪ এপ্রিল নির্দল প্রার্থী হিসাবে প্রথম মনোনয়ন জমা দিই। ২৯ এপ্রিল সপা প্রতীকে ফের মনোনয়ন পেশ করি। মনোনয়নে কোনও অসঙ্গতি থাকলে আগেও তো বলা যেত আমায়। আমার আইনজীবীদের টিম রিটার্নিং অফিসারকে বিস্তারিত নথি দিচ্ছে।
মনোনয়ন বাতিলের পর বিজেপিকে তোপ দেগে তেজবাহাদুরের অভিযোগ, তাঁকে নির্বাচন লড়া থেকে আটকাতে ‘বিজেপি স্বৈরাচারী’ পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, রিটার্নিং অফিসার চেয়েছিলেন বলে বিএসএফ থেকে দেওয়া এনওসি পেশ করা সত্ত্বেও আজ আমার মনোনয়ন বাতিল করা হল। আমি চাষির ছেলে। কৃষক, জওয়ানদের দাবিদাওয়া তুলে ধরতেই আমি এসেছিলাম।
এদিকে মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তাঁরা সুপ্রিম কোর্টে যাবেন বলে জানিয়েছেন তেজবাহাদুরের কৌঁসুলি রাজেশ গুপ্তা।
প্রসঙ্গত, ২০১৭-য় আধাসামরিক বাহিনীর জওয়ানদের খারাপ মানের খাবার পরিবেশনের অভিযোগ জানিয়ে সোস্যাল মিডিয়ায় পোস্ট করা তেজবাহাদুরের চারটি ভিডিও আলোড়ন ফেলেছিল। এর জেরে তাঁকে বরখাস্ত করে বিএসএফ।
নথিতে ‘অসঙ্গতি’, বারাণসীতে মোদির বিরুদ্ধে সপা প্রার্থী বরখাস্ত বিএসএফ জওয়ান তেজবাহাদুরের মনোনয়ন বাতিল, তোপ দাগলেন বিজেপিকে, যাচ্ছেন সুপ্রিম কোর্টে
Web Desk, ABP Ananda
Updated at:
01 May 2019 05:23 PM (IST)
মনোনয়ন বাতিলের পর বিজেপিকে তোপ দেগে তেজবাহাদুরের অভিযোগ, তাঁকে নির্বাচন লড়া থেকে আটকাতে ‘বিজেপি স্বৈরাচারী’ পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, রিটার্নিং অফিসার চেয়েছিলেন বলে বিএসএফ থেকে দেওয়া এনওসি পেশ করা সত্ত্বেও আজ আমার মনোনয়ন বাতিল করা হল। আমি চাষির ছেলে। কৃষক, জওয়ানদের দাবিদাওয়া তুলে ধরতেই আমি এসেছিলাম।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -