কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে জেলায় জেলায় অশান্তি। যাবতীয় কর্মসূচি বাতিল করে ক্যানিং যাচ্ছেন রাজ্যপাল। গতকাল ভাঙড়ের পর আজ ক্যানিং যাচ্ছেন রাজ্যপাল। আজ রাজ্যের বাইরে যাওয়ার কথা ছিল সি ভি আনন্দ বোসের। আইনশৃঙ্খলা নিয়ে সুকান্ত মজুমদারের নালিশের পরেই ক্যানিং যাচ্ছেন রাজ্যপাল। 


আজ ক্যানিং যাচ্ছেন রাজ্যপাল: ভোটের আগেই সন্ত্রাস। রাজ্যপালের ভাঙড়-সফরের পর রাজভবনে যায় বিজেপি। সন্ত্রাস নিয়ে সিভি আনন্দ বোসকে নালিশ করেন সুকান্ত মজুমদার। রাজ্যপাল অবাধ ও শান্তিপূর্ণ করাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি। এরপরই নির্ধারিত সূচি বাতিল করেন রাজ্যপাল। আজ রাজ্যের বাইরে যাওয়ার কথা ছিল সি ভি আনন্দ বোসের। সেই কর্মসূচি বাতিল করে ক্যানিং যাচ্ছেন রাজ্যপাল।        


গতকাল সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়ে যান রাজ্যপাল।সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন সিভি আনন্দ বোস। এলাকাবাসীর সঙ্গে কথা বলেন সিভি আনন্দ বোস । ভাঙড়ের বিডিও অফিসেও যান রাজ্যপাল। বিডিও অফিসের কর্মীদের সঙ্গে কথা বলেন সিভি আনন্দ বোস। রাজ্যপালের সঙ্গে কথা আইএসএফ কর্মী-সমর্থকদের। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সি ভি আনন্দ বোস বলেন, 'যে কোনও মূল্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে।হিংসা বরদাস্ত করা হবে না, পদক্ষেপ করা হবে। ভাঙড়ের কিছু জায়গায় দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। কী ঘটেছিল জানতে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি।'                      


রাজ্যপালের ভাঙড় যাওয়া ইস্যুতে টেনে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল বিধায়ক। 'রাজভবনে থাকেন, অথচ নজর ভাগাড়ে' রাজ্যপালকে বেনজির আক্রমণ মদন মিত্রের (Madan Mitra)। গতকাল তৃণমূল বিধায়ক বলেন, "মনে হল বিদ্যাসগর আজকে স্বপ্নে বললেন, কাকে হাতেখড়ি দিলে? অ আ ক খ না শিখিয়ে, ওকে তো খুন এবং কীভাবে খুনের প্লট সাজাতে হয়, সেটা শেখানো উচিত ছিল।রাজভবনে থাকেন, অথচ নজর ভাগাড়ে। রাজ্যপাল যা পারবেন, করে নেবেন মদন মিত্রের বিরুদ্ধে। একবার মণিপুরে চলুন, মৃতদেহ শুধু ভাঙড়ে চোখে পড়ছে? ইন্ধন জোগাচ্ছেন? হেমেন মিত্র হতে চাইছেন? আমার ক্ষমতা থাকলে এই রাজ্যপালকে বিজেপির সভাপতি, গুন্ডা মাফিয়ার চেয়ারম্যান করে দিতাম।''


আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস