Whatsapp Features: হোয়াটসঅ্যাপের (Whatsapp) নতুন ফিচারের সাহায্যে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট (Whatsapp Account) একটি ডিভাইস থেকেই ব্যবহার করা যাবে। অর্থাৎ একটি ফোনেই কাজ করবে দুটো হোয়াটসঅ্যাপ নম্বর (Multiple Whatsapp Account)। অ্যান্ড্রয়েড হোক বা আইওএস, দু'ক্ষেত্রেই পাওয়া যাবে এই সুবিধা। মেটা অধিকৃত সংস্থা হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই নতুন ফিচার নিয়ে ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ভার্সানে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে তারা। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo- যারা হোয়াটসঅ্যাপের যাবতীয় আপডেট সংক্রান্ত খবর প্রকাশ্যে আনে, তারা জানিয়েছে এই নতুন ফিচারের সাপোর্ট এখন উপলব্ধ রয়েছে WhatsApp Business beta version 2.23.13.5- র ক্ষেত্রে। একই ডিভাইসে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের এই ফিচার রেগুলার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, যা আমি আপনি সকলে ব্যবহার করি, সেখানেও খুব তাড়াতাড়ি উপলব্ধ হবে। 


আজকাল প্রায় সমস্ত স্মার্টফোনেই ডুয়াল সিমের স্লট থাকে। সেক্ষেত্রে যদি একটি ফোনে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায় তাহলে ইউজারদের সুবিধাই হবে। ব্যক্তিগত কাজকর্ম এবং অফিসের কাজকর্ম, দু'ক্ষেত্রে দুটো আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপের এই মাল্টি-অ্যাকাউন্ট ফিচার এখনও সকলের জন্য চালু হয়নি। তবে তাড়াতাড়িই এই ফিচার সমস্ত হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য চালু হবে বলে অনুমান করা হচ্ছে। 


হোয়াটসঅ্যাপের চ্যাট লক ফিচার


হোয়াটসঅ্যাপে (Whatsapp) সমস্ত ইউজারদের জন্য রোল আউট হয়েছে নতুন চ্যাট লক (Chat Lock) ফিচার। অর্থাৎ এবার থেকে নির্দিষ্ট চ্যাট সেটা পার্সোনাল হোক বা গ্রুপ- লক করে রাখা যাবে। হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের সাহায্যে আরও বাড়ল নিরাপত্তা। অন্য কারও হাতে আপনার ফোন থাকলেও সেই ব্যক্তি লুকিয়ে আপনার চ্যাট পড়তে পারবেন না, যদি আপনি চ্যাট লক করে রাখেন তাহলে। এই ফিচার চালু রাখলে নোটিফিকেশনও দেখা যাবে না। অর্থাৎ যে চ্যাট আপনি লক করে রাখছেন সেখানে মেসেজ এলেও সেই নোটিফিকেশন ফোনের স্ক্রিনে দেখা যাবে না। ইউজারদের নিরাপত্তায় বরাবরই নজর দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আর সেই ভিত্তিতেই এবার এই নতুন চ্যাট লক ফিচার চালু করেছে মেটা অধিকৃতি জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ সংস্থা হোয়াটসঅ্যাপ। 


কীভাবে চালু করবেন হোয়াটসঅ্যাপের চ্যাট লক ফিচার


  • প্রথমে নিজের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলে বেছে নিতে হবে কোন চ্যাট আপনি লক করতে চান।

  • এরপর ওই চ্যাটের প্রোফাইল বিভাগে যেতে হবে আপনাকে।

  • স্ক্রল ডাউন করে নীচে নেমে পাবেন চ্যাট লক অপশন। সেখানে ট্যাপ করে এই ফিচার এনাবেল করতে হবে।

  • চ্যাট লক করার ক্ষেত্রে ফোনে রেজিস্টার থাকা আঙুলের ছাপ ব্যবহার করুন। 

  • কোনও চ্যাট লক করার পর তা দেখা যাবে লকড চ্যাট সেকশনে। আর এই অংশ লক্ষ্য করা যাবে মেন হোয়াটসঅ্যাপ পেজের উপরে। 


আরও পড়ুন- কিছু উপহারের আইডিয়া 'পিতৃ দিবস'-এ বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য