কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য, একজন কূটনীতিক হিসেবে এ ধরনের রাজনৈতিক মন্তব্য করা কুমারের পক্ষে অনুচিত হয়েছে। কংগ্রেসের ন্যূনতম আর্থিক সাহায্য প্রকল্প নিয়ে নীতি আয়োগ ভাইস চেয়ারম্যানের টুইট, ২ তারিখের মধ্যে নোটিশের জবাব দিতে বলল নির্বাচন কমিশন
ABP Ananda, Web Desk | 30 Mar 2019 01:29 PM (IST)
নয়াদিল্লি: কংগ্রেসের ন্যূনতম আর্থিক সাহায্য প্রকল্পের বিরোধিতায় নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমারের টুইটের প্রেক্ষিতে নির্বাচন কমিশন নোটিশ পাঠাল তাঁকে। ২ তারিখের মধ্যে তাঁকে এই নোটিশের জবাব দিতে হবে। তবে কমিশন জানিয়েছে, রাজীব কুমার এখন বিদেশে, তাই নোটিশের জবাব দেওয়ার জন্য ৫ তারিখ পর্যন্ত সময় চেয়েছেন তিনি। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ঘোষণা করেন ক্ষমতায় এলে দেশের দরিদ্রতম ২০ শতাংশ পরিবারের বছরে ৭২,০০০ টাকা উপার্জন নিশ্চিত করবেন তাঁরা। এর বিরুদ্ধে নীতি আয়োগ ভাইস চেয়ারম্যান একাধিক টুইট করেন। বলেন, কংগ্রেস ভোটে জিততে চাঁদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এর ফলে আর্থিক ঘাটতি বাড়বে, কাজের পরিবেশের মারাত্মক ক্ষতি হবে এবং এই প্রকল্প বাস্তবায়িত হওয়া কখনও সম্ভব নয়।