উত্তরাখণ্ডে এখনও বহাল নির্বাচনী আচরণবিধি, মোদির সফরে সম্মতি জানিয়েও বলল কমিশন, শুধুই আধ্যাত্ম দর্শন, দাবি বিজেপি-র
Web Desk, ABP Ananda | 18 May 2019 07:06 PM (IST)
অন্যদিকে, আজ গুজরাতের সোমনাথ মন্দিরে সপরিবারে পুজো দেন বিজেপি সভাপতি অমিত শাহ।
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: উত্তরাখণ্ডে আদর্শ আচরণবিধি চালু থাকার কথা মনে করিয়ে দিলেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেদারনাথ-বদ্রীনাথ সফরে সম্মতি জানাল নির্বাচন কমিশন। মোদির দু’দিনের উত্তরাখণ্ড সফরের কথা জানিয়ে নির্বাচন কমিশনের মতামত জানতে চেয়েছিল প্রধানমন্ত্রীর দফতর। এরই পরিপ্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধির কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। আজ কেদারনাথে পুজো দেন মোদি। তিনি প্রায় আধ ঘণ্টা মন্দিরে ছিলেন। এরপর তিনি ধ্যান করার জন্য একটি গুহায় যান। পুজো দেওয়ার পাশাপাশি কেদারনাথের উন্নয়নমূলক কাজকর্মও খতিয়ে দেখেন মোদি। তাঁকে কেদারনাথ মন্দির পুনর্নিমাণ সংক্রান্ত কাজকর্মের বিষয়ে নানা তথ্য দেন উত্তরাখণ্ডের মুখ্যসচিব উৎপল কুমার সিংহ। মোদি যতক্ষণ কেদারনাথ মন্দিরে ছিলেন, ততক্ষণ অন্য কোনও দর্শনার্থীকে সেখানে যেতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন রুদ্রপ্রয়াগের জেলাশাসক মঙ্গেশ ঘিলদিয়াল। গত দু’বছরে এই নিয়ে চতুর্থবার কেদারনাথ সফরে গেলেন মোদি। উত্তরাখণ্ডের বিজেপি সভাপতি অজয় ভট্ট জানিয়েছেন, এবারের সফর শুধুই আধ্যাত্ম দর্শনের জন্য। মোদির সফর উপলক্ষে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ডিজিপি (আইন-শৃঙ্খলা) অশোক কুমার। অন্যদিকে, আজ গুজরাতের সোমনাথ মন্দিরে সপরিবারে পুজো দেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও নাতনি। বিজেপি সভাপতি আমদাবাদে পরিবারের সঙ্গে আজকের দিনটি কাটিয়ে রবিবার দিল্লি ফিরে যাবেন বলে জানিয়েছেন দলীয় মুখপাত্র প্রশান্ত ভালা।