নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীকে ‘মোদি সেনা’ বলে উল্লেখ করার ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ কংগ্রেস। ট্যুইট করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা বলেছেন, ‘এমসিসি কি এখন ‘মোদি কোড অফ কনডাক্ট’ হয়ে গিয়েছে? আদিত্যনাথ ভারতীয় সেনাবাহিনীকে অপমান করেছেন। নির্বাচন কমিশন তাঁকে প্রেমপত্র লিখেছে।’
রাহুল গাঁধীর প্রস্তাবিত ‘ন্যায়’ প্রকল্প নিয়ে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের অবস্থান নিয়েও অসন্তুষ্ট কংগ্রেস। সূরজেওয়ালা বলেছেন, ‘নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ন্যায় প্রকল্পের সমালোচনা করেছেন। নির্বাচন কমিশন বলল, ‘ভবিষ্যতে এটা করবেন না’।’
গত রবিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি নির্বাচনী জনসভায় আদিত্যনাথ ভারতীয় সেনাবাহিনীকে ‘মোদি সেনা’ বলেন। এই মন্তব্যের কারণে তাঁকে কারণ দর্শানোর নোটিস পাঠায় নির্বাচন কমিশন। আদিত্যনাথের জবাবে সন্তুষ্ট না হয়ে তাঁকে ভবিষ্যতে কোনও মন্তব্য করার বিষয়ে আরও সতর্ক থাকতে বলেছে কমিশন।
নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ হিসেবে কংগ্রেসের ন্যূনতম আয় যোজনার সমালোচনা করেন। তাঁর এই মন্তব্য নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গের সামিল বলে জানিয়েছে কমিশন। রাজীবকে সতর্ক করে দেওয়া হয়েছে।
সেনাবাহিনীকে অপমান করায় আদিত্যনাথকে প্রেমপত্র দিয়েছে নির্বাচন কমিশন, কটাক্ষ কংগ্রেসের
Web Desk, ABP Ananda
Updated at:
06 Apr 2019 10:49 PM (IST)
ট্যুইট করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা বলেছেন, ‘এমসিসি কি এখন ‘মোদি কোড অফ কনডাক্ট’ হয়ে গিয়েছে? আদিত্যনাথ ভারতীয় সেনাবাহিনীকে অপমান করেছেন। নির্বাচন কমিশন তাঁকে প্রেমপত্র লিখেছে।’
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -