আহমেদাবাদ: গাঁধীনগর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্রের সঙ্গে দাখিল করা তাঁর হলফনামায় বিজেপি সভাপতি অমিত শাহ তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করল কংগ্রেস। ওই আসনের কংগ্রেস প্রার্থী সিজে চাভদা অমিত শাহর মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন। যদিও জেলা নির্বাচনী আধিকারিক ওই দাবি খারিজ করে দিয়েছেন।

গাঁধীনগরে স্ক্রুটিনির সময় কংগ্রেস প্রার্থী অমিত শাহর প্রার্থীপদ নিয়ে আপত্তি তোলেন। তিনি অভিযোগ করেন বিজেপি সভাপতির হলফনামায় তাঁর ছেলে জয় শাহর কোম্পানির জন্য সম্পত্তি মর্টগেজ রেখে নেওয়া ২৫ কোটি টাকা ঋণের উল্লেখ করেননি।

চাভদা লিখিতভাবে বলেন, অমিত শাহর হলফনামায় ২৫ কোটি টাকার ঋণের উল্লেখ করা হয়নি। ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথ্য গোপনের অভিযোগে অমিত শাহর প্রার্থীপদ বাতিল করা উচিত। কিন্তু স্ক্রুটিনির সময় তাঁর ওই দাবি খারিজ হয়ে যায়।

অমিত শাহর বিরুদ্ধে এ ধরনের অভিযোগের জন্য কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। দলের মুখপাত্র ভারত পান্ড্য বলেন, বিরোধী দল ও তাদের প্রার্থী বিজেপি সভাপতির ভাবমূর্তি কালিমালিপ্ত করতে চাইছেন।

পান্ড্য বলেছেন, সব দেখেশুনে মনে হচ্ছে, কংগ্রেস নেতাদের নির্বাচনের প্রাথমিক বিষয়গুলি নিয়ে ধারণা নেই। ওই ঋণ ইতিমধ্যেই শোধ হয়ে গিয়েছে এবং মর্টগেজ রাখা সম্পত্তিও মুক্ত করা হয়েছে। কোনও অনুসন্ধান না করেই কংগ্রেস আপত্তি তুলেছে, এটা ছেলেমানুষী ছাড়া অন্য কিছু নেই। এটি অমিত শাহর ভাবমূর্তি কালিমালিপ্ত করার ইচ্ছাকৃত প্রচেষ্টা।

পান্ড্য আরও বলেছেন, কংগ্রেস যে আপত্তি তুলেছিল, তা যুক্তিযুক্ত নয় বলেই নির্বাচনী আধিকারিক তা খারিজ করে দিয়েছেন। কংগ্রেসের অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলেও মন্তব্য করেছেন পান্ড্য।