ED summons TMC leader Mahua Moitra: এবার 'বিদেশি মুদ্রা লেনদেন' মামলায় মহুয়াকে দিল্লিতে তলব ইডির

ED summons Mahua Moitra: বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, খবর সূত্রের।

Continues below advertisement

আবির দত্ত, কলকাতা : এবার মহুয়া মৈত্রকে ( Mahua Moitra ) তলব করল ইডি ( ED )। বৃহস্পতিবার দিল্লিতে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, খবর সূত্রের। অভিযোগ, Foreign Exchange Management Act (FEMA), 1999 লঙ্ঘন করেছেন মহুয়া । 

Continues below advertisement

গত বছরের ডিসেম্বরে, মহুয়া মৈত্রকে 'অনৈতিক আচরণের' জন্য লোকসভা থেকে বহিষ্কার করা হয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মহুয়া। এরপর তাঁকেই পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর লোকসভা আসন থেকে দলের প্রার্থী হিসাবে পুনরায় মনোনীত করা হয়েছে।

ভোটের মুখে  গত শনিবারই ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে  মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশও করেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। কমিশনকে লেখা চিঠিতে মহুয়ার অভিযোগ করেন, CBI-এর পদক্ষেপ বেআইনি।  হেনস্থা ও প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সূত্রের দাবি, মহুয়া মৈত্রর বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার যে অভিযোগ উঠেছে - তারই তদন্তে CBI আধিকারিকরা শনিবার সকালে পৌঁছে যান আলিপুরের রত্নাবলী অ্যাপার্টমেন্টে।    

শনিবার রাতেই সোশাল মিডিয়ায়, দুরবীন হাতে সায়নী ঘোষর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে কটাক্ষ করেন মহুয়া মৈত্র ।
রবিবার ফেসবুকে একটি দেওয়াল লিখনের ছবি পোস্ট করে CBI তল্লাশি নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী।ফেসবুকে মহুয়া মৈত্র লেখেন, কৃষ্ণনগরে CBI=খালি হাত, BJP=খালি দেওয়াল।

ইডি সম্প্রতি  দিল্লি, হায়দরাবাদ, মুম্বই, কুরুক্ষেত্র এবং কলকাতা সহ একাধিক স্থানে ব্যাপক তল্লাশি চালায়।  FEMA লঙ্ঘনের বিষয়ে তদন্ত করতেই ছিল এই তল্লাশি অভিযান।  এএনআই সূত্রে খবর, ক্যাপ্রিকরনিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিকস প্রাইভেট লিমিটেডের উপর ইডির নজর ছিল। প্রায় ১৮০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ছিল সংস্থাটির বিরুদ্ধে। তারই তদন্তে ৫ টি শহরে তল্লাসি করে ইডি। আর তাতে একটি ওয়াশিং মেশিনের মধ্যে থেকেই আড়াই কোটিরও বেশ টাকা পায় ইডি। এই সংস্থার সঙ্গে লেনদেন করে এমন সংস্থাতেও মঙ্গলবার তল্লাশি চলে। 

আরও পড়ুন : 

'লাঠিতে তেল মাখানো শুরু..', বরানগরে উপনির্বাচনের আগে বিস্ফোরক BJP প্রার্থী সজল

Continues below advertisement
Sponsored Links by Taboola