রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ব্যাগভর্তি বোমা উদ্ধার ঘিরে আলোড়ন মুর্শিদাবাদের রানিনগরে (Raninagar Bomb Recovery)। নির্দিষ্ট করে বললে, ডোমকল মহকুমার রানিনগর ২ নম্বর ব্লকের ঘটনা। 


আর কী? 
পুলিশ সূত্রে খবর, এক ব্যাগভর্তি তাজা সকেট বোমা উদ্ধার হয় রানিনগর থেকে। পানিপিয়া পুরাতনপাড়া মোড় সংলগ্ন এলাকার ওই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই দিকে দিকে হইচই। জানা গিয়েছে,  রাত বারোটা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে, রানিনগর থানার পুলিশ আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির বাড়ির পিছনে ঘাসের জমি থেকে বোমাভর্তি  ব্যাগ উদ্ধার করে। তবে ওই বাড়ির মালিক জানান, কে বা কারা রাতের অন্ধকারে বোমা গুলি রেখেছেন সে ব্যাপারে তিনি কিছু জানেন না। রাকে, পুলিশ বোমাগুলি পাহারা দেয়। আর দু'দিন বাদেই ভোটের ফলপ্রকাশ। তার আগে মুর্শিদাবাদের নানা এলাকা থেকে একের পর এক বোমা উদ্ধারের ঘটনা চিন্তা বাড়িয়েছে। রানিনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
এর আগে, গত এপ্রিলের শেষ দিনে, মুর্শিদাবাদের দৌলতাথানার বেঁউচিলতায় ইয়াদ আলির জমিতে থাকা একটি নিমগাছের তলায় একটি ব্যাগ ও এক বালতি ভর্তি বোমা উদ্ধার হয়েছিল। সেবার বোমাগুলি জমির মালিকেরই চোখে পড়ে বলে খবর। আতঙ্কিত ইয়াদ আলির পরিবারের তরফে তড়িঘড়ি খবর দেওয়া হয় দৌলতাবাদ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দৌলতথানার পুলিশ। তারপর পুলিশ প্রশাসন খবর দেয় বম স্কোয়াড টিমকে। পুলিশ প্রশাসন দিন-রাত ঘটনাস্থল পাহারা দেওয়ার পর, পর দিন বিকেলে বম্ব স্কোয়াড টিম এসে পৌঁছায় । তারপর স্কোয়াড টিম ফাঁকা মাঠে এগারোটি তাজা বোমা নিষ্ক্রিয় করে বলে জানা যায়। 
এর পরের দিন, নবগ্রামেও বোমা উদ্ধার হয়। ওই ঘটনায় পুকুর পাড় থেকে বোমা ভর্তি ব্যাগ উদ্ধার হবে।  কিন্তু ভোটের সন্ত্রাসের জন্য কি বোমা মজুত রাখা ছিল? খতিয়ে দেখতে শুরু করে পুলিশ।


আর যা...
এদিনই আবার ভাঙড়ের সাতুলিয়ায় বোমাবাজির ঘটনার পর তাজা বোমা উদ্ধার হয়। লাঠিচার্জ করে জমায়েত হঠায় পুলিশ। দু’পক্ষের বেশ কয়েকজন আহত। ফুলবাড়িতে প্রার্থীর সামনেই আইএসএফ তৃণমূল সংঘর্ষে তেতে ওঠে এলাকা। অন্য দিকে, এপ্রিলের শেষ দিকে, ভোটের আগে ফের ভাটপাড়ায় বোমা উদ্ধার হয়। পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের একটি পরিত্য়ক্ত জায়গা থেকে ৪৭টি  ভর্তি বোমা উদ্ধার করে ভাটপাড়া থানার পুলিশ। বিজেপির অভিযোগ, ঘটনার নেপথ্যে তৃণমূল। পাল্টা অর্জুনই বোমা রেখেছেন বলে দাবি তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়ামের।


 


আরও পড়ুন:সি ভোটার বুথফেরত সমীক্ষায় বড় চমক! এই রাজ্যে উল্টে যাবে পাশা?