নয়া দিল্লি: লোকসভা ভোট মিটতেই আজ অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) ও সিকিমে (Sikkim) বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা।
৬০ আসনের অরুণাচল বিধানসভায় এগিয়ে বিজেপি। ১০টি আসনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। একটি আসনে এগিয়ে। PA সাংমার ন্যাশনাল পিপলস পার্টি এগিয়ে একটিতে, নির্দল একটি আসনে এগিয়ে রয়েছে।
অন্যদিকে, সিকিমে ৩২টি আসনে বিধানসভা ভোট হয়েছিল। এর মধ্যে শাসকদল সিকিম ক্রান্তিকারী মোর্চা, SKM এগিয়ে ১৯টি আসনে, একটি আসনে এগিয়ে রয়েছে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট SD।
২০১৯-এ অরুণাচলে বিজেপি এককভাবে জয়ী হয়েছিল ৪১টি আসনে। ২০১৯ সালে বিজেপি অরুণাচলে ৪১টি আসন পায় ৬০টির মধ্যে। এবারেও প্রেমা খাণ্ডুর সরকার জয়ের পথেই এগোচ্ছে বলে আভাস। এছাড়াও জনতা দল (ইউনাইটেড) বা জেডি (ইউ) সাতটি আসন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) পাঁচটি, কংগ্রেস চারটি এবং পিপলস পার্টি অফ অরুণাচল (পিপিএ) একটি আসন জিতেছিল। জয়ী হয়েছিলেন দু'জন নির্দল প্রার্থীও।
আরও পড়ুন, আজ থেকে ফের জেলায় জেলায় বৃষ্টি, কতদিন পর্যন্ত চলবে?
অন্যদিকে সিকিমে গত বিধানসভা নির্বাচনে রাজ্যের ৩২টি আসনের মধ্যে ৩০টিতেই জয়লাভ করেছিল এনডিএ জোট। সিকিমে ২০১৯ সালে ১৭টি আসন পেয়ে সরকার গঠন করে সিকিম ক্রান্তিকারি মোর্চা। মুখ্যমন্ত্রী হন প্রেম সিং তামাং। ১৫টি আসন পায় এসডিএফ।
সিকিম ক্রান্তিকারি মোর্চার সঙ্গে এবারে মুখোমুখি লড়াই হচ্ছে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের (এসডিএফ)। তবে এবার সিকিম ক্রান্তিকারি মোর্চার নেতা তথা মুখ্যমন্ত্রী পি এস তামাং নাকি পাঁচ বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের প্রধান পবন চামলিং এর দল, শেষ হাসি কে হাসবে সেদিকেই লক্ষ্য রাখছে জনতা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে