কোচবিহার: 'দেশে এই সরকার থাকলে বলে দিয়েছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন (One nation One Election( হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো থাকবে না...নির্বাচন হবে না...', কোচবিহারের জনসভা (Mamata Coochbehar Meeting) থেকে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। গত কাল, রবিবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। তাদের প্রতিশ্রুতির এক একটি ইস্যু তুলে এদিনের জনসভা থেকে  সমালোচনা করেন মমতা। বলেন, 'আপনি কী খাবেন, ভবিষ্যতে ঠিক করে দেবে বিজেপি।'


মুখ্যমন্ত্রীর কথায়...
'এক দেশ এক ভোট মানে দেশে আর নির্বাচন হবে না। স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে', কার্যত সতর্কবার্তা শোনা যায় তাঁর গলায়। সঙ্গে বলেন, 'দেশ স্বাধীন রাখতে হলে বিজেপিকে সরাতে হবে। নির্বাচন এলে যুদ্ধ-যুদ্ধ খেলা খেলে মানুষের মন ঘুরিয়ে দিতে পারে। ভোটের আগে অশান্তিও করতে পারে।' তবে সাধারণ মানুষ যাতে সেই ফাঁদে পা না দেন, সেই মর্মে বার বার তাঁদের অনুরোধ করেন তৃণমূলনেত্রী। 'এক দেশ এক ভোট' নিয়ে আগেও নিজের বিরোধিতার কথা জানিয়েছিলেন তৃণমূলনেত্রী। গত জানুয়ারি মাসে এই নিয়ে নিজের আপত্তির কথা লিখিতভাবে জানিয়েছিলেন 'এক দেশ এক কমিটির' সচিবকে। প্রশ্ন করেছিলেন,'এক জাতি এক ভোট' বলতে কী বোঝানো হচ্ছে? ভারতীয় সংবিধান কী একে মান্যতা দেয়?' গত কাল, বিজেপির ইস্তেহার প্রকাশের পর আজ কোচবিহারের জনসভায় এই বিষয়ে নিজের বিরোধিতার জায়গাটি আরও একবার স্পষ্ট করে দিতে চাইলেন তিনি।


আর যা...
নাম না করে এদিনও কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে একহাত নেন তিনি। বলেন, 'আপনাদের প্রার্থী গুন্ডাদের মাথা। তিনি আবার আগুন জ্বালাবেন। কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। ওরা হিংসা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোট বানচালের চেষ্টা করবে।' এর আগে, গত ৪ এপ্রিলের জনসভায় তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়া নিশীথকে 'আপদ' বলে কটাক্ষ করেছিলেন মমতা। নিশীথ শুধু গুন্ডামি করে বেড়ান, তাঁর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়া গণতন্ত্রের জন্য লজ্জার বিষয় বলেও মন্তব্য করতে শোনা যায় তাঁকে। রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, লোকসভা ভোট ঘোষণার পর যে ভাবে উদয়ন গুহর সঙ্গে নিশীথ প্রামাণিকের সংঘর্ষের কথা বার বার প্রকাশ্য়ে এসেছে, তার পর এই কড়া অবস্থান প্রত্যাশিতই ছিল। এদিন সুর চড়িয়ে তৃণমূলনেত্রী আরও বলেন, 'ইভিএম-ভিভিপ্যাটের চিপ কে তৈরি করেছে, কমিশন কেন বলছে না? বিজেপি করলেই সাত খুন মাফ। চোর, ডাকাত, গুন্ডারা সব বিজেপিতে ঢুকেছে।' এর পর কংগ্রেস-সিপিএমকেও একহাত নেন তিনি। বলেন, 'বাংলায় কংগ্রেস-সিপিএম-বিজেপি হাতে হাত ধরে লড়ছে। তৃণমূল বাংলায় একাই লড়াই করছে।'


 


আরও পড়ুন:সবুজ হোক বা গেরুয়া, জনসংযোগে চায়ের আড্ডায় ভরসা সব তরফের! বাদ নন অরূপ চক্রবর্তীও