রুমা পাল, কলকাতা : শুক্রবার প্রথম দফায় লোকসভা ভোট। তার আগে রাজ্যপালকে কোচবিহার যাওয়ার অনুমতি দিল না নির্বাচন কমিশন (Election Commission)। কাল কোচবিহার (Coochbehar) যেতে কমিশনে সফরসূচি জানায় রাজভবন। তারপরেই রাজ্যপালকে যেতে বারণ করে ইমেল আসে কমিশনের তরফে। এমনই খবর সূত্রের। শুক্রবার ভোট নিরাপত্তার কারণে তাঁকে যেতে বারণ করা হয়েছে বলে জানা গেছে।
কী কারণে অনুমতি দেওয়া হল না ?
নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, যেহেতু জেলাশাসক, পুলিশ সুপাররা ভোটের কাজে ব্যস্ত থাকবেন এবং আজ ১৭ তারিখে সন্ধে ৬টার পরেই সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ভোটের কাজ রয়েছে। এই পরিস্থিতিতে হাই প্রোফাইল কোনো ব্যক্তি সেখানে গেলে তাঁর নিরাপত্তার প্রয়োজন হবে। এই সময়ে যে পুলিশ ফোর্স রয়েছে তা থেকে হাই প্রোফাইল কাউকে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। এমনকী সাইলেন্স পিরিয়ডের পর রাজনৈতিক ব্যক্তিত্বরাও যেখানকার ভোটার নন, সেখানে যেতে পারেন না। একই নিয়ম প্রয়োজ্য রাজ্যপালের ক্ষেত্রেও। কাজেই, কোচবিহার তিনি যেতে পারবেন না। যেহেতু সকলে ভোটের কাজে নিযুক্ত রয়েছে, তাই তাঁর নিরাপত্তার কিছু ব্যবস্থা করা যাবে না। তবে, রাজভবন থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি রাজ্যপালের সফরসূচি বাতিল করা হয়েছে কি না।
এদিকে হাতে আর কালকের দিনটা। ১৯ তারিখ শুক্রবার প্রথম দফায় লোকসভা ভোট রয়েছে তিনটি আসনে। উত্তরবঙ্গের সেই তিনটি আসন হল-কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। তার আগে হটস্পট কোচবিহার (Coochbehar)। একদিকে কোচবিহারের ভেটাগুড়িতে তৃণমূলের প্রচার গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । অন্যদিকে, শীতলকুচিতে তৃণমূলের অস্থায়ী কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে। Lok Sabha Election 2024
বুধবার প্রচারের শেষ দিনেও বাদ গেল না অশান্তি। অভিযোগ, দিনহাটার ভেটাগুড়িতে বিজেপি কর্মীরা চড়াও হয়ে তৃণমূলের গাড়ি ভাঙচুর করে। তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করা হয়। ২ কর্মীর আঘাত গুরুতর হওয়ায় তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।হামলার পরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ছেলে সায়ন্তন গুহর নেতৃত্ব থানার সামনে অবস্থানে বসেন তৃণমূল কর্মীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
সবিস্তারে পরে...